নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোট মোটেই শান্তিপূর্ণ হলো না। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারালেন ৫ গ্রামবাসী, আহত আরো ৪ জন। অভিযোগ বিনা প্ররোচনায় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। শনিবার সন্ধ্যায় শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এই ঘটনার তীব্র সমালোচনা করলেন মমতা।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন যে, দাবি করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালায়। মুখ্যমন্ত্রীর দাবি এটি সম্পূর্ণ মিথ্যে কথা। কার্যত বিজেপিকে দোষী সাব্যস্ত করে তিনি প্রশ্ন তোলেন, বাহিনী যদি সত্যিই আত্মরক্ষার্থে গুলি চালিয়ে থাকে তাহলে বাহিনীর আক্রান্ত হওয়ার কোন ছবি কেন দেখা গেল না এখনো! কোন সংবাদমাধ্যমের ক্যামেরায় বাহিনী আক্রান্ত হওয়ার একটা ছবিও ধরা পড়লো না তা কি করে সম্ভব! তাঁর অভিযোগের তীর সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। শাহ-কে ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করেন মমতা।
আরও পড়ুনঃ শীতলকুচিতে সিআইএসএফ-এর গুলিতে প্রাণ গেল ৪ ব্যক্তির
সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী কাল তিনি মাথাভাঙ্গা হাসপাতালে যাবেন। সেখানে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাবেন, সেখান থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবেন। এই ঘটনায় সিআইডি কে দিয়ে তদন্ত করাতে চান মুখ্যমন্ত্রী, এমনটাই এদিনের সাংবাদিক বৈঠকে বলেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584