শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মুম্বইয়ের ঘূর্ণিঝড় ‘নিসর্গ’-এর পর সেখানকার দুরবস্থা দেখাতে যেভাবে সারা দেশের সংবাদমাধ্যম ঝাঁপিয়ে পড়েছে, তাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে বঞ্চনার গুঞ্জন চলছিলই। এবার সেই নিয়েই অভিযোগ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নিসর্গের থেকেও আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলার। তা সত্ত্বেও দিল্লির সংবাদমাধ্যমে সেভাবে প্রবল ঘূর্ণিঝড়ের ছবি বা খবর সম্প্রচারিত হয়নি।
প্রসঙ্গত, গত ২০ মে বাংলায় আছড়ে পড়ে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। ১৩৩ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছে বাংলার একাধিক জেলা। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ এবং জল পরিষেবাও বিপর্যস্ত হয়েছে। এখনও পর্যন্ত ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও সরেজমিনে বাংলার পরিস্থিতি খতিয়ে দেখেন। তাই পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার প্রতি বঞ্চনা করছে দিল্লি। তাই আমফানের ক্ষতি দিল্লির কোনও সংবাদমাধ্যম সম্প্রচার করেনি। অথচ আমফানের চেয়ে কম শক্তিশালী হওয়া সত্ত্বেও মুম্বইয়ের নিসর্গ নিয়ে বারবার সম্প্রচার করা হয়েছে।
আরও পড়ুনঃ ভয়ে তিনমাস মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে লুকিয়ে থেকে এখন রাজনীতি করছেনঃ বিজেপিকে তোপ মমতার
আমফান পরবর্তী সময়ে রাজ্যে বিদ্যুৎ এবং জল পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনাকে বিরোধীদের কটাক্ষ নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ফণীর পর ওড়িশায় ১ মাস বিদ্যুৎ ছিল না। চেন্নাইয়েও জল জমা নতুন কিছু নয়। দুর্যোগের সময় রাজনীতি করবেন না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584