মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আজ শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরই উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হিসাবে জানা যায়, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তিনি নিজেই প্রার্থী। সেকারণেই ভোটের আগে আর কোনও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চান না তিনি। ভোট মিটলে তবেই যাবেন উত্তরবঙ্গ। আগামিকাল উত্তরবঙ্গে গেলে বিধানসভা ভোটের পর এটাই হত তাঁর তৃতীয় সফর।
সূত্রের খবর, ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টম্বর পর্যন্ত উত্তরবঙ্গ সফরে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। জেলাভিত্তিক তাঁর বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠকও করার কথা ছিল। এই সফরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জন্য কী ঘোষণা করেন তা নিয়ে জল্পনাও উঠেছিল তুঙ্গে। কিন্তু সামনেই ভবানীপুরে উপ নির্বাচন তাই তিনি এবারের উত্তরবঙ্গ সফর বাতিল করলেন। ভবানীপুরে তিনিই তৃণমূল প্রার্থী।
আরও পড়ুনঃ উপনির্বাচনের দিন ঘোষণার পরই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু
ভবানীপুর-সহ রাজ্যের সাতটি কেন্দ্রে দ্রুত ভোটের দাবিতে একাধিকবার কমিশনের কাছে আর্জি জানিয়েছিল তৃণমূল। অবেশেষে শনিবার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ও সামশেরগঞ্জ, জঙ্গিপুরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন। ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। ওই কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই।
আরও পড়ুনঃ ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ কালিয়াগঞ্জের বিধায়কের
নবান্ন সূত্রে খবর, ভোটের আগে আর সরকারি অনুষ্ঠান বা কর্মসূচিতে যোগ দিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই তিনি উত্তরবঙ্গ সফর বাতিল করে দিলেন। নিয়ম অনুযায়ী নভেম্বর মাসের মধ্যে উপ নির্বাচন করে যে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিততে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবেই তিনি মুখ্যমন্ত্রী পদে টিকে থাকতে পারবেন। সেইজন্যই উপ নির্বাচনের আগে সতর্ক থাকতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। ভোটের আগে আর কোনও কর্মসূচিতে যোগ দেবেন না বলেই মনস্থির করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584