নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দলত্যাগী শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করলেন মমতা। তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর সোমবার প্রথমবার তাঁর কেন্দ্রে তৃণমূলের সভায় মুখ্য বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তেখালির মাঠের সভা থেকে নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেন, কী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, সেদিকে নজর ছিল সবারই। আর সেই সভামঞ্চ থেকেই একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ‘প্রথম প্রার্থী’র নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশের ভোটে নন্দীগ্রাম আসন থেকে লড়বেন তিনি। দলত্যাগী শুভেন্দু অধিকারী সহ গোটা অধিকারী পরিবারকে চ্যালেঞ্জ ছুঁড়ে ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে তাঁর ঘোষণা, ভবানীপুরকেও নিরাশ করবেন না। ম্যানেজ করতে পারলে, দুই কেন্দ্র থেকেই এবার বিধানসভা ভোটে লড়বেন তিনি।
এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, “নন্দীগ্রাম আমার জন্য লাকি জায়গা। আজ নন্দীগ্রাম থেকেই আমি একুশের নির্বাচনের ঘোষণা করছি। ২০২১-এ তৃণমূল কংগ্রেস জিতবে। নন্দীগ্রাম থেকেই শুরু হল জেতার পালা। প্রতি সিটেই তৃণমূল জয়লাভ করবে। এখনই নাম বলছি না, নন্দীগ্রাম সিটে ভালো মানুষ দেব। যারা আপনাদের কাছে থেকে কাজ করবে।”
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলায় তৃণমূল সার্কাসে পরিণত হয়েছেঃ অধীর
এরপরই সরাসরি তিনি-ই নিজে নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন বলে ঘোষণা করেন। তৃণমূল নেত্রী বলেন, “আচ্ছা, আমি-ই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? এটা আমার আবেগের জায়গা। ভবানীপুরকেও আমি নেগলেক্ট করছি না। ওটাও আমার আবেগের জায়গা। ওখানেও ভালো প্রার্থী দেব। তবে সুব্রত বক্সীকে বলব, নন্দীগ্রামে আমার নামটা চূড়ান্ত করে দিতে।”
আরও পড়ুনঃ মধ্যযুগীয় ভারতে ফিরে এসেছে সকলেঃ কপিল সিব্বল
শেষে অবশ্য তিনি এও বলেন যে, “ভবানীপুরের মানুষকেও আমি কষ্ট দেব না। ম্যানেজ করতে পারলে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই জায়গা থেকেই আমি দাঁড়াব। নন্দীগ্রামে আমি দাঁড়াব-ই।”
প্রসঙ্গত, বিজেপিতে যোগদানের পর থেকেই ক্রমাগত একের পর এক সভায় তৃণমূল নেত্রীর উদ্দেশে তোপ দেগে চলেছেন। চ্যালেঞ্জ ছুঁড়ে চলেছেন শুভেন্দু অধিকারী। কাঁথির রোড শো থেকে ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর মিলিয়ে ৩৫টি আসনেই বিজেপি জিতবে বলে হুঙ্কার দিয়েছেন।তৃণমূলের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, “গোপীবল্লভপুরের দিলীপ ঘোষ আর নন্দীগ্রামের শুভেন্দু দুজনে হাত মিলিয়েছি। লালমাটি আর জঙ্গলমহলের মাটি হাত মিলিয়েছে। যেতে তোমাকে হবেই। পদ্ম ফুটিয়ে আমি ঘুমোতে যাব। আমি আর দিলীপ ঘোষ জঙ্গলমহলে ৩৫টা আসব জেতাব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584