রাজ্যের প্রতি জেলায় কোভিড১৯ চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
115

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

করোনা মোকাবিলায় এবার বড়ো ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনা চিকিৎসার জন্য রাজ্যের প্রতি জেলায় একটি করে কোভিড ১৯ নোডাল হসপিটালের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

corona special hospital | newsfront.co
প্রতীকী চিত্র

রাজ্যের ২২ টি জেলায় এই বিশেষ হাসপাতাল থাকবে বলে তিনি জানান। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে ২ জন মারা গেছেন। আক্রান্ত এখনও পর্যন্ত ২২ জন।

উল্লেখ্য করোনা পরিস্থিতিতে যারা চিকিৎসা চালাচ্ছেন সেই চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মী,সাফাই কর্মী, পুলিশ, কুরিয়ার কর্মী, আশা প্রকল্পের কর্মী, আইসিডিএস কর্মী এবং এই জাতীয় জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মী ও বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে যুক্ত জরুরী পরিষেবা প্রদানকারী কর্মী ১০ লক্ষ বীমার আওতাভুক্ত হবেন। এর আগে তিনি ঘোষণা রেখে ছিলেন ৫ লক্ষ বীমার কথা কিন্তু আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান এই বীমা বাড়িয়ে ১০ লক্ষ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here