নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে দলীয় প্রচারও শুরু হয়ে গিয়েছে। আজ, শুক্রবার, মনোনয়ন পেশ করার কাজটিও সেরে ফেললেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুর ২টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল সুপ্রিমো সোজা পৌঁছন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। তাঁর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমাত হাকিম, প্রযোজক নিসপাল সিং রানে, বাবলু সিং এবং মিরাজ শাহ। কোভিড বিধি মেনে মনোনয়ন জমা দিলেন ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের হাই প্রোফাইল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভবানীপুর উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা করল বিজেপি
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মনোনয়ন পেশের সময় ভিড় নিয়ন্ত্রণের বিষয়টিতে বিশেষ খেয়াল রাখা হয়। ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও ভাবানীপুর কেন্দ্র থেকেই উপনির্বাচনে জিতে এসেছিলেন তিনি। উল্লেখ্য, ২০১১ সালেই প্রথমবার বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এবারের উপনির্বাচনে তাঁর বিরুদ্ধে লড়ছেন সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
আরও পড়ুনঃ দুষ্কৃতী ধরতে ভিন রাজ্যে হুমকির মুখে কলকাতা পুলিশ! সিবিআই বা সিআইডিকে মামলার তদন্তের আর্জি হাইকোর্টে
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা তবে তৃনমূল প্রার্থী স্বর্ণ কমল সাহার কাছে পরাস্ত হন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584