নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে হুইল চেয়ারে বেরিয়ে গাড়িতে ওঠেন তিনি। ফিরবেন কালীঘাটে তাঁর বাসভবনে। তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হাসপাতালে এসেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল সূত্রের খবর, আজ শুক্রবার চিকিৎসকদের কাছে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মমতা।
যদিও তাঁকে আরও ৪৮ ঘন্টা অবজারবেশনে রাখবেন বলে ঠিক ছিল, কিন্তু তাঁর বারংবার অনুরোধে তাঁর প্লাস্টার কেটে দেখা গেছে মুখ্যমন্ত্রীর পায়ের ফোলা কমেছে।
আরও পড়ুনঃ পার্থকে নোটিস সিবিআইয়ের, মদনকে ডাকল ইডি
তবে ফের নতুন করে মমতার পায়ে প্লাস্টার করা হয়। সমস্ত রকম পরীক্ষার পর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানান, বাড়ি ফেরার মত অবস্থায় এসে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের মতে এবার বাড়িতে রেখে আরও ২-৩ দিন তাঁর চিকিৎসা করা যেতে পারে।
আরও পড়ুনঃ খড়্গপুর শহর আমার রাজনৈতিক কর্মভূমিঃ হিরণ চট্টোপাধ্যায়
ভোটের মুখে আগামী সপ্তাহ থেকে ফের দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি। হুইল চেয়ারে বসেই প্রচার শুরু করতে পারেন তৃণমূল সুপ্রিমো। আর সেই কারণে তাঁর জন্য পড়তে হবে বিশেষ চটি। তবে মুখ্যমন্ত্রী নাকি চপ্পলই পড়তে চেয়েছেন বলে জানা গেছে। আগামী ৭ দিন পর তাঁর ফের চেক আপ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584