নবান্ন থেকে ভার্চুয়ালি জেলার ১১০ টি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

0
98

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিধানসভা ভোটের আগে জনসংযোগের কোনও কসুর রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে শহরের বেশ কিছু বাছাই করা পুজোতে তিনি নিজে গিয়ে উদ্বোধন করছেন। একই সঙ্গে বৃহস্পতিবার নবান্ন থেকে ১২টি জেলার ১১০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মমতা।

Mamata Banerjee | newsfront.co
আহিরিতলা পুজো মন্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিঃ বিভাস লোধ

ইতিমধ্যেই বেশ কিছু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। বেশিরভাগ পুজোরই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নাকতলা উদয়ন সংঘ, আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

Mamata Banerjee | newsfront.co
২১ পল্লী সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

আর আজ ২১ পল্লি থেকে কসবা বোসপুকুরে উদ্বোধন করেছেন। এছাড়া উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ সহ আরও অন্যান্য জেলার ১১০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ পুজোর অনুমতি নিয়ে প্রশ্ন হাইকোর্টের! মাস্ক-স্যানিটাইজার কেনার জন্য অনুদান, দাবি রাজ্যের

করোনা পরিস্থিতির কারণে এই সব জেলায় গিয়ে গিয়ে উদ্বোধন করা সম্ভব নয়। তাই ভার্চুয়াল জগতকেই উদ্বোধনের জন্য বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের সেক্রেটারিয়েট থেকে সরাসরি এই উদ্বোধনের অনুষ্ঠান করা হয়। প্রত্যেকটি ক্লাবের কর্তারাও এদিন উপস্থিত ছিলেন নিজ নিজ ক্লাব প্রাঙ্গণে। প্রথমে শঙ্খ বাজিযে এবং পরে মা দুর্গাকে ভার্চুয়ালি বরণ করে নিয়ে পুজো মণ্ডপগুলির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বিজেপি শুধুই ভারত মাতার পুজো করে! দিলীপ মন্তব্যে দ্বন্দ্বের জল্পনা

ভার্চুয়ালি পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সকলকে আমি আমার শারদ শুভেচ্ছা জানাই। জেলার সকলের পূজো যাতে ভাল কাটুক, এই কামনাই করি। তবে দেখবেন পুজোয় আনন্দ করতে গিয়ে করোনায় আক্রান্ত হবেন না। শরীর খারাপ হলে বা অন্যান্য উপসর্গ হলেই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি শরীর খারাপ নাও হয়, তাও মাস্ক বাধ্যতামূলকভাবে পরবেন।

আমি ক্লাবগুলোকে বলব, যদি সম্ভব হয় তাহলে হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। জানি ক্লাবগুলোর অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। তবুও অনেক ক্লাব এগুলি করে থাকে। সুতরাং, সাবধানে সাবধানতা অবলম্বন করে পুজো কাটান। ভাল থাকুন, সুস্থ থাকুন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here