জোয়ার – ভাটার তুলনা দিয়ে, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

0
70

মনিরুল হক, কোচবিহারঃ

বাংলায় নীল সাদা বাড়ির দখলের লড়াই শুরু হয়ে গেছে। তাই বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলা দখলের জন্য মরিয়া চেষ্টা করে যাচ্ছেন। সেই কারণে ২৯৪টি আসনে তারা পর্যবেক্ষক পাঠাতে শুরু করেছে। কিন্তু তার মাঝে তৃণমূলের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে বিজেপিতে যাওয়ার জল্পনা শুরু হয়েছে।

mamata banerjee | newsfront.co
কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

শোনা যাচ্ছে আগামী শনিবার মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে ওই সভায় বিজেপিতে যোগদান করবেন তিনি। এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর নাম না করে জলপাইগুড়ির সভা থেকে কটাক্ষ করেছেন মমতা। আজ ফের কোচবিহারের জনসভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “দলে যাঁরা প্রথম থেকে ছিলেন, তাঁরা আছেন। কেউ কেউ জোয়ারে আসে আর ভাটায় চলে যায়। কিছু যায় আসে না।”

আরও পড়ুনঃ চা-চক্রে ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

একুশে নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানাচ্ছেন তিনি। আর সেখানেই দলত্যাগ করতে চলা শুভেন্দু অধিকারীকে নাম না করেই একহাত নিলেন। জানিয়ে দিলেন, কেউ কেউ দল থেকে বেরিয়ে গেলে কিছু যায় আসে না। একইসঙ্গে দলের ‘বেসুরো’নেতা-মন্ত্রীদেরও বুঝিয়ে দিলেন, থাকার ইচ্ছা না থাকলে দল থেকে বেরিয়ে যেতেই পারেন। কিন্তু যাঁরা দীর্ঘদিন ধরে দলের পাশে থেকেছে, বিরোধীদের সঙ্গে লড়াই করেছে, তাঁরা আগামীদিনেও থাকবেন।

মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ জোয়ারে আসে, ভাটায় চলে যায়। তাতে কিছু যায় আসে না। যারা প্রথম থেকে ছিল তারা আছে। তারাই লড়বে। জেনে রাখবেন, তারা চরিত্র বদল করতে পারে না। জামা কাপড় বদলানো যায়। কিন্তু আদর্শ বদলানো যায় না।”

আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে আহত চার

প্রসঙ্গত, মঙ্গলবার জলপাইগুড়ির একটি জনসভা থেকে নাম না করে শুভেন্দুর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সাফ জানান, “১০ বছর ধরে পার্টির হয়ে খেয়ে, সরকারে থেকে সরকারের সবটা খেয়ে ভোটের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া করলে কিন্তু কিছুতেই আমি মেনে নেব না, এটা মনে রাখবেন।” এরপরই দলের ‘বেসুরো’
নেতা-মন্ত্রী-বিধায়কদের উদ্দেশ্যে যেন বার্তা দিলেন, “এই ১০ বছর ৩৬৫ দিন যাঁরা মানুষের সঙ্গে ছিলেন, তাঁদেরই পরীক্ষা দিতে হবে।

আর এমন পরীক্ষা দেবেন যাতে বিজেপি পরীক্ষা দিতে বসতেই না পারে। আর সিপিএম এবং কংগ্রেস বিজেপির হয়ে দালালি করতে না পারে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here