শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
২৪ ঘন্টা আগেই দেশের জণগনের সামনে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বুধবারে নবান্নের সাংবাদিক বৈঠকে সেই প্রকল্পকে ‘ভাঁওতাবাজি থেকে অশ্বডিম্ব’ ইত্যাদি বিশ্লেষণে ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ‘ ‘পুরোটাই ভাঁওতাবাজি, আই-ওয়াশ।’
কিন্তু কেন প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী? তার উত্তর দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকেই ভিডিও কলে জুড়ে নেন অর্থমন্ত্রী অমিত মিত্রকে। অমিতবাবু দাবি করেন, ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ নয়, এটা মাত্র জিডিপি-র ২ শতাংশ। অর্থাৎ ৪.২ লক্ষ কোটি টাকার প্যাকেজ। বাকি ১০ লক্ষ কোটি টাকা প্রত্যেক বছরই দেয় সারা দেশকে দেয় কেন্দ্র। আর কিছু টাকা ঋণ দিয়ে ফেরত নেওয়া হয়। সেখানে শুধু সুদ মকুব করা হয়েছে।’
আরও পড়ুনঃ গার্ডেনরিচ শিপ ইয়ার্ডে করোনা আক্রান্ত ৩৮ সিআইএসএফ জওয়ান, মৃত ২
মুখ্যমন্ত্রী এর পরেই বলেন, “করোনার সময়ে এই মন্দার বাজারেও ভাঁওতাবাজি করল কেন্দ্র। পুরোটাই বিগ জিরো। সামাজিক প্রকল্পে খরচ বাড়ানো, করোনা মোকাবিলায় রাজ্যকে সাহায্য করার জন্য টাকা দেওয়া কিছু না করে এই দুর্যোগের সময়েও মানুষকে ধোঁকা ও ভাঁওতা দেওয়া হয়েছে। কৃষি ঋণে কোনও ছাড় দেওয়া হয়নি। আমরা যে এফআরবিএম-এর লিমিট ৫ শতাংশ করার দাবি জানিয়েছিলাম, তাও মানা হয়নি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584