নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বুধবার পানাগড়ে ৩৮ একর জমির ওপরে একটি পলিফিল্ম কারখানার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই কারখানা। এই কারখানার কাজ সম্পন্ন হলে বহু বেকার যুবক-যুবতীর কর্ম সংস্থান হবে বলে আশা সরকারের।
দু নম্বর জাতীয় সড়কের পাশে কাঁকসা এবং আউসগ্রাম ব্লকের প্রায় দেড় হাজার একর জমি সংরক্ষিত রাখা হয়েছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল হাবের জন্য। আজকের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক। ছিলেন মলয় ঘটক, অনুব্রত মণ্ডলরাও। উপস্থিত ছিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া সহ অনেকেই। ডব্লিউবিআইডিসি-র চেয়ারম্যান রাজীব সিনহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন আমার ডেস্টিনেশন শিল্প।’
আরও পড়ুনঃ কেন্দ্রীয় কমিশনের সঙ্গে বৈঠকে দ্রুত উপনির্বাচনের পক্ষেই মত রাজ্য নির্বাচনী আধিকারিকদের
পানাগড়ে সিএনজি চালিত সার কারখানাটি বর্তমানে বেশ কিছু সমস্যায় রয়েছে, সেই কারখানাও ফের চালু হবে বলে আশ্বস্ত করেছে সরকার। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় বর্তমান সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে বড় বড় কারখানা। জানা গিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল হাবে আরও ১২টি কারখানার নির্মাণকাজ চলছে।
আরও পড়ুনঃ নারদা মামলার চার্জশিটে নাম ফিরহাদ-সুব্রত-মদনের, শুভেন্দুকে গ্রেপ্তারের দাবি কুনালের
আগামী এক বছরের মধ্যেই কয়েকটি কারখানা উৎপাদন শুরু করতে চায়। ফুড প্রসেসিং থেকে পাইপ ফ্যাক্টরি-সহ অনেক ক্ষেত্রেই বিনিয়োগ করা হয়েছে। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল হাবের জন্য জমি অধিগ্রহণ বাম আমলে শুরু হলেও এই ইন্ডাস্ট্রিয়াল হাবের দিকে বিশেষ নজর দিচ্ছে বর্তমান রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584