শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
একদিকে দেশে চিনা অ্যাপ নিষিদ্ধ করা নিয়ে যখন বিতর্কের তুফান, ঠিক সেই সময়ে রাজ্যে নথিপত্র স্ক্যান করার জন্য রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের তরফে নয়া অ্যাপের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘সেলফ স্ক্যান’। বর্তমানে বিভিন্ন কাগজপত্র স্ক্যান করে ডিজিটাল মাধ্যমে দ্রুত পাঠানো দরকার হয়ে পড়ে । নতুন এই অ্যাপটিতে সম্পূর্ণ বিনামূল্যে নথিপত্র স্ক্যান করা যাবে।
মমতা বলেন, ‘এটা আমাদের রাজ্যের আইটি দফতর করেছে। এর জন্য রাজীব কুমার এবং অন্যান্যদের ধন্যবাদ।’ রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীনই সাইবার বিভাগে বিভিন্ন গঠনমূলক পদক্ষেপ নিয়েছিলেন। তার সেই বিচক্ষণতাকে কাজে লাগিয়েই নতুন অ্যাপটি তৈরি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী
এই অ্যাপে কী কী সুবিধা মিলবে, সেই ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এখন যে অ্যাপগুলি পাওয়া যায়, তার থেকে রাজ্যের নয়া অ্যাপ অনেক বেশি উন্নত, সুবিধাজনক এবং সুরক্ষিত। এটিতে স্ক্যান করা, নথি এডিট করা যায়। এখানে ব্যবহৃত কোনও নথি বা তথ্য সার্ভারে জমা হয় না। তাই এটা পুরোপুরি সুরক্ষিত, একদম ব্যক্তিগত এবং নিরাপদ অ্যাপ। এটি একদম ফ্রি এবং কোনও বিজ্ঞাপন নেই।
মুখ্যমন্ত্রী দাবি করেন, দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য সরকার নিজেদের স্ক্যান অ্যাপের সূচনা করল। চলতি অ্যাপের তুলনায় এই অ্যাপ অনেক উন্নত ও সুরক্ষিত। দেশের মধ্যে বাংলাই প্রথম তৈরি করল এই ধরনের অ্যাপ। বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ এই অ্যাপ সুরক্ষিত ভাবে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ প্রশাসনের সাথে আমজনতার মেলবন্ধন ঘটাতে অরাজনৈতিক উদ্যোগ ‘বাপ কে বলো’
এছাড়াও টলিউড নিয়েও এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে প্রথমে তিনি টলিউডে কলাকুশলীদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন টিভি চ্যানেল কর্তৃপক্ষ এবং অভিনেতা ও কলাকুশলীদের সংগঠনের প্রতিনিধিরা। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
তারপরেই পুলিশ ও প্রশাসনের অনুমতিতে সর্তকতার সঙ্গে আউটডোর শুটিংয়ের ছাড়পত্র সহ আরও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে ৩৫-এর জায়গায় ৪০ জনকে শ্যুটিং করা যাবে। একই সঙ্গে শুরু করা যাবে রিয়্যালিটি শোয়ের শ্যুটিং। তবে সেক্ষেত্রে দর্শকের ভিড় রাখা যাবে না। দরকার হলে এডিটের সময়ে পুরনো শ্যুটিং থেকে দর্শকাসনের ছবি লাগিয়ে দেওয়া হোক। চেষ্টা করতে হবে ইনডোর শ্যুটিংয়েই আউটডোরের কাজ যতটা সম্ভব মিটিয়ে নেওয়া। সেট এমন করে বানাতে হবে যা দিয়ে আউটডোরের কাজ মিটিয়ে ফেলা যায়।
আরও পড়ুনঃ আমফানের ত্রাণ দ্রুত পাঠাতে গিয়ে দুর্নীতির কথা কবুল মমতার! ঘোষণা ‘জলস্বপ্ন’ প্রকল্পের
কেন্দ্র অনুমতি না দিলে সিনেমা হল খোলা যাবে না। আর রাজ্য সরকার বর্তমান আর্থিক পরিস্থিতিতে কর বা বিদ্যুতে ছাড় দিতে পারবেন না। তবে ঘূর্ণিঝড় আমমফানে কোনও সিঙ্গল স্ক্রিন সিনেমা হল ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে প্রয়োজনীয় সাহায্যের জন্য রাজ্যের কাছে আবেদন করা যেতে পারে। আগামী দিনে অভিনেতা, অভিনেত্রী থেকে কলাকুশলীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য তৈরি হবে গ্রুমিং সেন্টার। টলিউডের সঙ্গে যৌথ উদ্যোগে এই সেন্টার তৈরি করবে রাজ্য সরকার। এদিন ওয়েব সিরিজের জন্যও একটি কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্নে তিনি বলেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক রাজ চক্রবর্তীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। বিতর্ক এড়িয়ে আগামী দিনে কীভাবে আরও ভাল ভাবে ওয়েব সিরিজ তৈরি করা যেতে পারে তার লক্ষ্যে এই কমিটি কাজ করবে। করোনা পরিস্থিতির কারণে এই বছর মহানায়ক সম্মান অনুষ্ঠান হবে না। তার বদলে মহানায়ক উত্তমকুমারের নামে কলকাতার একটি স্টুডিওর নামকরণ করা হবে।
এছাড়াও রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে আরও তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বেলেঘাটা আইডি হাসপাতালে সংক্রামক রোগ ব্যবস্থাপনার জন্য রাজ্যের প্রথম উৎকর্ষ কেন্দ্র তৈরি হবে বলে ঘোষণা করা হল। ‘স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন’-এ সংক্রামক রোগ এবং অ্যাডভান্সড মাইক্রোবায়োলজির জন্য নতুন বিভাগ গড়া হবে। পাশাপাশি, প্রতি বছর ডিএম সংক্রামক রোগ বিষয়ক কোর্সের জন্য ৬টি নতুন পোস্ট বা আসনও তৈরি করা হবে। এছাড়াও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমিউনো-হেমাটোলজি বিভাগে রাজ্যের প্রথম কনভ্যালেসেন্ট প্লাজমা ব্যাঙ্ক স্থাপন করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584