টলিপাড়া নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, ছাড় মিলল কিছু ক্ষেত্রে

0
112

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

গত ১১ জুন থেকে শুরু হয় টলিপাড়ায় শুটিং। তবে, সিরিয়ালের। সিনেমার শুটিং শুরু হয়নি এখনও। ৩৫ জনের ইউনিট নিয়ে চলছিল শুটিং। আজ টলিপাড়ার হালহকিকত নিয়ে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee | newsfront.co

তাঁর সঙ্গে বৈঠকে অংশ নেয় – আর্টিস্ট ফোরাম, ইম্পা, ফেডারেশন এবং প্রোডিউসার গিল্ডের সদস্যরা। এই চার সংগঠনের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন টলিপাড়ার দুই ভারপ্রাপ্ত সরকারি সদস্য তথা মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। আজকের বৈঠকে শুটিং চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু ছাড় মিলল।

Tolly shooting | newsfront.co

চ্যানেলের তরফ থেকে বৈঠকে উঠে আসে মাত্র ৩৫ জনের ইউনিট নিয়ে শুটিং চালানোয় অসুবিধার কথা। একইভাবে জি বাংলার ক্লাস্টার হেড সম্রাট ঘোষ নন ফিকশনের শুটিং শুরু করার আর্জি জানান মুখ্যমন্ত্রীর কাছে।

shooting | newsfront.co

প্রোডিউসার গিল্ডের তরফ থেকে আউটডোর শুটিঙের ক্ষেত্রে ছাড়ের আর্জি জানান লীনা গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। ইম্পা’র তরফ থেকে পিয়া সেনগুপ্ত কাকদ্বীপ ও সুন্দরবনের আমপান বিধ্বস্ত অঞ্চলগুলিতে অনুদান দেওয়ার প্রসঙ্গ তোলেন বৈঠকে।

এদিনের বৈঠকে টলিপাড়ায় কাজের ক্ষেত্রে ছাড় মিলল যেসব ক্ষেত্রে তার একটি তালিকা রইল:

১) ৩৫ জনের বদলে এখন থেকে ৪০ জন শিল্পী-টেকনিশিয়ান কাজ করতে পারবেন।
২) শুটিং শুরু করা যাবে নন ফিকশনের। তবে, দর্শক হাজির থাকতে পারবেন না।
৩) করোনা আক্রান্ত হলে সরকারি এবং সরকারি অনুগৃহীত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে।
৪) ধারাবাহিকের চিত্রনাট্যে কোভিড সচেতনতা নিয়ে কথা থাকতে হবে৷

Tele serial | newsfront.co

৫) আউটডোর শুটিঙেও মিলল ছাড়। অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ এলাকাতে রেকি করে শর্তসাপেক্ষে শুটিং করা যাবে। ভিড় জমতে দেওয়া যাবে না।
৬) টলিউডে শুটিং শুরু হলেও শুরু হয়নি বলিউডে এবং দক্ষিণে। সেখানকার ইউনিট ইচ্ছে করলে এই রাজ্যে এসে শুটিং করতেই পারেন।
৭) ওয়েব সিরিজের ক্ষেত্রে রাজ চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। কমিটির নেতৃত্বেই চলবে কাজ।
৮) আপাতত কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠান করা যাবে না।
৯) ২৪ জুলাই মহানায়কের প্রয়াণ দিবসে যে অনুষ্ঠান নজরুল মঞ্চে করা হয় তা এবার বাতিল হল।
১০) মহানায়কে নামাঙ্কিত স্টুডিওতে কম জনসমাগমে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে মহানায়ককে। পুরস্কার প্রাপকদের পরে তা পৌঁছে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here