শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফরে অন্যান্য রাজনৈতিক বিষয়ের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক যা নির্ধারিত হয় বুধবার বিকেল ৫টার সময়।
নির্ধারিত সময় অনুযায়ী এদিন প্রধানমন্ত্রীর দপ্তরে সে বৈঠক হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল কেন্দ্রের নয়া ফরমান, বিএসএফের কর্মক্ষমতার এক্তিয়ার বৃদ্ধি নিয়ে। এর বিরুদ্ধে ইতিমধ্যে বিধানসভায় প্রস্তাবও পাশ হয়েছে। কেন্দ্রের এই নির্দেশের বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে সমালোচনাও করেছেন মুখ্যমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে এমনটাই।
মমতার দাবি, সীমান্তে বিএসএফের এক্তিয়ার বাড়ানো হলে রাজ্যের আইন-শৃঙ্খলার সঙ্গে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। সর্বোপরি আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রের এই নির্দেশের ফলে আঘাতপ্রাপ্ত হচ্ছে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমফান-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর। কেন্দ্রের কাছে প্রায় ৯৬ হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। এ ছাড়াও করোনা টিকাকরণে জন্য আরও টিকা প্রয়োজন রাজ্যের। তা তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ নিয়ে কথা হয়েছে। আলোচনা হয়েছে বাংলার পাটশিল্প নিয়েও।
আরও পড়ুনঃ উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল দিল্লির আদালত
এছাড়া আবাস যোজনা, সড়ক যোজনা, ন্যাশনাল হেলথ মিশন, জল জীবন মিশন-সহ বেশ কিছু প্রকল্পের টাকাও পাওনা রয়েছে রাজ্যের। সেই টাকা যাতে দ্রুত রাজ্যকে মিটিয়ে দেওয়া হয় সেজন্যও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদন পেল কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব
এছাড়াও ত্রিপুরার পুরভোটকে কেন্দ্র করে সে রাজ্যে লাগাতার আক্রমণ হচ্ছে তৃণমূলের ওপর, সায়নী ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, আলোচনায় উঠে এসেছে সে প্রসঙ্গও এমনটাই জানা গিয়েছে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী বছর এপ্রিল মাসে বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি, সে আমন্ত্রণ গ্রহণও করেছেন প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584