নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সঙ্কট কাটেনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হলেও বর্ষীয়ান অভিনেতা সৌমিত্রবাবুর দেহে অক্সিজেনের পরিমানের ঘাটতি রয়েছে। বাড়ছে কার্বন ডাই অক্সাইডের হার। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।
তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য এক চিকিৎসক মঙ্গলবার দুপুরে জানিয়েছেন, ‘এখনও আচ্ছন্ন অবস্থায় রয়েছেন অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। গত দু’দিনে স্নায়ুগত সমস্যার কোনও উন্নতি হয়নি। আমরা তাঁকে ইনটেনসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
জানা গিয়েছে , আজই অসুস্থ অভিনেতাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৬ অক্টোবর মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্রবাবু। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
আরও পড়ুনঃ পাগড়ি খোলা নিয়ে রাজ্য প্রশাসনকে শো-কজ জাতীয় সংখ্যালঘু কমিশনের
সূত্রের খবর, দ্বিতীয় বার প্লাজমা থেরাপির পর তাঁর কোভিড পরিস্থিতি কিছুটা উন্নত হলেও অস্থিরতা বেড়ে গেছে। তাঁর ঘুমও কমে গিয়েছে, সময়ে সময়ে আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। এদিকে, করোনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রস্টেট ক্যানসারেও প্রভাব ফেলেছে। পিএসএ বেড়ে গেছে অনেকটা।
অন্যদিকে, রবিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, মূত্রনালীতে সংক্রমণ রয়েছে সৌমিত্রবাবুর। সেই সংক্রমণ আরও ছড়িয়েছে বলেই মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584