মোহনা বিশ্বাস,কলকাতাঃ
নির্বাচন কমিশন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষনা মাত্রই তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। আগামী ৩০ সেপ্টেম্বর ওই কেন্দ্র উপনির্বাচন হবে। আর তার আগে আজ, শুক্রবার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, মনোনয়ন পেশ করার পরই তিনি পরবর্তী প্রচার পরিকল্পনা শুরু করে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, এদিন তিনি ফেসবুক পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দুটো লাইন তুলে ধরে লিখলেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক/আমি তোমাদেরই লোক’।
ঘাসফুল শিবির সূত্রে জানা যায়, আগামী সপ্তাহের দু’দিন ভবানীপুরের উত্তম উদ্যানে অবাঙালিদের সঙ্গে একটি কর্মীসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাটি,পাঞ্জাবি থেকে শুরু করে মাড়োয়ারি-সকল ভাষাভাষীর মানুষের বাস এই ভবানীপুর কেন্দ্রে। তাঁদের সঙ্গে নিয়ে আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় কর্মিসভা করবেন। এবারে উপনির্বাচনে ‘উন্নয়ন ঘরে ঘরে/ ঘরের মেয়ে ভবানীপুরে’, এই স্লোগান তুলে প্রচারে নেমেছে রাজ্যের শাসকদল।
আরও পড়ুনঃ ৩ কোটিরও বেশি মানুষ এসেছেন ‘দুয়ারে সরকার’ শিবিরে, সাফল্যে উচ্ছ্বসিত মমতা
ভবানীপুর ছাড়াও ৩০ সেপ্টেম্বর সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোট রয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই দুই কেন্দ্রের প্রার্থীদের মৃত্যু হওয়ায় ভোট স্থগিত হয়ে যায়। ফলে একইদিনে ভোট হবে সামশেরগঞ্জ, জঙ্গিপুর ও ভবানীপুরে। ২২ ও ২৩ সেপ্টেম্বর, দু’দিন এই সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তারই প্রস্তুতি চলছে ওই দুই কেন্দ্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584