শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্য কিছুটা সুস্থতার পথে ফিরতেই রাজ্যের কল-কারখানাগুলি খুলে যাওয়া শুরু হয়েছে। কিন্তু রাজ্য প্রশাসনের পর্যবেক্ষণ, কিছু জেলায় সুস্থতা বাড়লেও সংক্রমণও বেড়ে গিয়েছে। তার কারণ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, রাজ্যের কলকারখানাগুলিতে এতদিন পর উৎপাদন বাড়াতে গিয়ে করোনা স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে শ্রমমন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শ্রম দফতরের অফিসারদের রাজ্যের কল কারখানাগুলিতে আচমকা হানা দেওয়ার জন্য।
এদিন নবান্নে প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যসচিব রাজীব সিনহা অভিযোগ করেন, রাজ্যে খুলে যাওয়া অনেক কারখানাতেই কর্মীদের সামাজিক দূরত্ব না মেনেই কাজ করানো হচ্ছে৷ আর করোনা স্বাস্থ্যবিধি শিকেয় উঠে যাওয়ার ফলে ওই কারখানাগুলিই করোনা সংক্রমণ ছড়ানোর কেন্দ্র হয়ে উঠছে৷
আরও পড়ুনঃ বাড়ল বাস, ট্রাকের নথি পুনর্নবীকরণের সময়সীমা
এই পর্যন্ত শুনেই মুখ্যমন্ত্রী বলেন, যে সংস্থা বা কারখানাগুলি খোলা হয়েছে, সেগুলি কাজের ধরন বা বেতন বা পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, তা খোঁজখবর নেওয়া হোক। তবে আচমকা হাওয়া দিলে তবে সঠিক পরিস্থিতি ধরা পড়বে। যথাযথ কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও সরকারি কোনও অনুমতির জন্য কোনও কারখানা যাতে বন্ধ না হয়ে থাকে, তা নিশ্চিত করতেও শ্রমমন্ত্রীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584