শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
প্রত্যেক বাঙালি বাড়ির পূজার পেছনে এক নিজস্ব ঐতিহ্য থাকে। কোথাও লুকিয়ে থাকে পুরনো ইতিহাস, আবার কোথাও তার সঙ্গে যুক্ত থাকেন পুরনো মানুষজন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ক্ষেত্রেও লুকিয়ে রয়েছে এমন ইতিহাস। তিন দশক ধরে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠাকুর তৈরি করে আসছেন কালীঘাটের পটুয়াপাড়ার মৃৎশিল্পী বরুণ পালের পরিবার।

পটুয়াপাড়ায় তিন প্রজন্মের ব্যবসা এই পাল পরিবারের। ব্যবসা শুরু করেন ফকিরচন্দ্র পাল। কারখানার অদূরেই কালীঘাট মিলনসংঘের পুজো। সেই পুজোর প্রতিমা দিয়ে শুরু। ফকিরচন্দ্র থেকে বংশানুক্রমে দায়িত্ব গড়ায় অমরনাথের হাতে। ক্রমে সাড়ে তিন দশক আগে বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রতিমা গড়ার দায়িত্ব নেন ওঁরা। সেই প্রথা আজও চলছে।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে পূর্ব মেদিনীপুরের স্থানীয় এক ক্লাবের পুজোর উদ্বোধনে শুভেন্দু
অমরনাথের তিন ছেলে। অরুন, বরুণ, জগদীশ। এখন এই বরুণবাবুই সামলান। সাহায্য করেন দাদা অরুণ। শোনা যায়, আগে নিজে পুঙ্খানুপুঙ্খ মূর্তির কাজ দেখতেন মুখ্যমন্ত্রী। এখন আর ততটা সময় পান না। তবে এখনও কাজ হওয়ার পর সবটা একবার দেখে নেন তিনি। হাজার হোক, মুখ্যমন্ত্রীর বাড়ি পুজো বলে কথা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584