নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্য মন্ত্রীসভায় রদবদল! এখনই কোনও নতুন মুখ না আসলেও পুরনো মন্ত্রীদেরই দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব। রাজ্যের নতুন অর্থমন্ত্রীর দায়িত্বে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থদপ্তরের প্রতিমন্ত্রী পদে চন্দ্রিমা ভট্টাচার্য।
বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র হলেন রাজ্যের অর্থ বিষয়ক মুখ্য উপদেষ্টা, যেটি নতুন একটি পদ। আজ মঙ্গলবার রাজ্য সরকারের তরফে এমনই ঘোষণা করা হয়েছে।
এছাড়া জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব পেলেন পুলক রায়। ক্রেতা সুরক্ষার দপ্তরের দায়িত্ব পেলেন মানস ভুঁইঞা। জলসম্পদ দপ্তরের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পেলেন তিনি।
আরও পড়ুনঃ ‘গাইবে লোকাল, শুনবে গ্লোবাল’, বাংলায় প্রথমবার আন্তর্জাতিক সঙ্গীতের আসর
এবার দায়িত্ব বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের, শিল্প ও বাণিজ্যর পাশাপাশি শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব সামলাবেন তিনি। নারী ও শিশু কল্যাণের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন শশী পাঁজা। মন্ত্রিসভার পরবর্তী বৈঠক ২৯ নভেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584