নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্ক
শীতলকুচি কাণ্ডের পর প্রার্থী পার্থপ্রতিম রায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনালাপের একটি অডিও ক্লিপ শেয়ার করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। স্বাভাবিক ভাবেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে বিজেপি কর্মীদের সোশ্যাল মিডিয়া পেজে।
এই ঘটনার বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু করার কথা জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।পূর্ব বর্ধমানে আজ তিনটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তার মধ্যে গলসির সভা থেকে তিনি অভিযোগ তোলেন ,” ফোনে আড়ি পাতা একটি বড়সড় দুর্নীতি। আমি কার সঙ্গে ফোনে কথা বলছি ট্যাপ করা হচ্ছে। কে আমার ফোনে আড়ি পাতছে আমি জানতে চাই। সবার ফোনে আড়ি পাতছে কেন্দ্র।” মমতা এও বলেন যে সরকার গঠনের পর সিআইডিকেএই দুর্নীতির তদন্তভার দেবেন তিনি।
আরও পড়ুনঃ শীতলকুচির পর এবার দেগঙ্গা! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আবারও উঠলো গুলি চালানোর অভিযোগ
এদিন করোনা বিধি নিয়ে নির্বাচন কমিশনকে তুলধনা করেন তৃণমূল সুপ্রিমো। শেষ তিন দফা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যে, তৃণমূলের দাবি ছিল শেষ তিনটি ফেস একসঙ্গে করা হোক, করোনা সংক্রমণ কিছুটা হলেও কমতো, কিন্তু রাজি হয়নি কমিশন। করোনার টিকা নিয়ে কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, বাংলায় বাইরে থেকে দশ হাজার গুণ্ডা ঢুকে বসে আছে।
এদের জন্যেই রাজ্যে এভাবে করোনা ছড়াচ্ছে।এদিন পূর্ব বর্ধমানে ‘দেউচা পাচামি প্রকল্প’-এর কথা উল্লেখ করে তিনি বলেন এই প্রকল্প শুরু হলে, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার ছেলেমেয়েরা এই প্রকল্পে কাজের সুযোগ পাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584