নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বর্তমানে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম ফলে খাবারের গুণগত পাচ্ছেন না বাঙালি থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ। সেই পেঁয়াজের উপর রাজ্য সরকার ভর্তুকি দেয় সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী। খড়্গপুরে ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে একথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, পেঁয়াজ কেন্দ্রের আয়ত্তের মধ্যে থাকে কিন্তু একবারও মিটিং করেনি এই পেঁয়াজের দাম বাড়ায় কিন্তু আমরা কাজ করি তাই ইতিমধ্যেই পেঁয়াজের উপর সাবসিটি দিয়ে চলেছি আমরা, কেন্দ্র থেকে ২০০ মেট্রিক টন পেঁয়াজ দেওয়ার কথা ছিল যার মধ্যে ১০ মেট্রিক টন পেঁয়াজ দিয়েছে আরো দশ মেট্রিকটন পেঁয়াজ দিয়েছে কিন্তু সেটা পচা মোট ১৮০ মেট্রিকটন পেঁয়াজ এখনও পায়নি।
আরও পড়ুনঃ খড়্গপুরে দশ বেডের আইসিইউ-র প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
আমরা ৫০ টাকা সাবসিটি দিচ্ছি পেঁয়াজের দামের উপর ইতিমধ্যেই ১৬৮টি দোকান চালু হয়ে গিয়েছে এবং মানুষ যাতে কম দামে পেঁয়াজ কিনে সন্তুষ্ট হয় তার লক্ষ্যে এই পদক্ষেপ।
আগে বাংলায় পেঁয়াজ হতো না কিন্তু সেই জায়গায় আমরা ছয় লক্ষ মেট্রিক টন পেঁয়াজ তৈরি করেছি আগামী দিনে আমরা চেষ্টা করব। খড়্গপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584