শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা মহামারীর শুরুর দিকে পর পর তিনবার পুলিশ বিদ্রোহ ভিত নড়িয়ে দিয়েছিল প্রশাসনের। সেই বিদ্রোহ সামাল দিতে পুলিশের পক্ষে বেতনবৃদ্ধি, উৎসব বোনাস বৃদ্ধি, ছুটি বৃদ্ধির মতো একাধিক ভালো ঘোষণা ইতিমধ্যেই করেছেন মুখ্যমন্ত্রী।
এবার আগামী ২০২১ নির্বাচনেও যাতে পুলিশ প্রশাসন পাশে থাকে, তার জন্য অভিনব সুসম্পর্কের নজির রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রত্যেক থানার আইসি-ওসিদের বাংলায় শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ স্কুলের টিউশন ফি কমানো নিয়ে হাইকোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট
সেখানে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা পরিস্থিতিতে পুজো ভালভাবে সামলানোর জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে গিয়েছে বিশিষ্টজনদের কাছে। বাড়িতে বিজয়ার মিষ্টিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলের নেতানেত্রীদের কাছেও বার্তা গিয়েছে মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুনঃ আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা! অঞ্জলি দেওয়ায় আইনি নোটিস সৃজিত-নুসরতদের
প্রসঙ্গত, দশমীতেই টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে লিখেছেন, ‘বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। মায়ের এবার যাওয়ার পালা।
বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে।’ এবার পুলিশকেও ধন্যবাদ ও শুভেচ্ছাবার্তা পাঠিয়ে নজির গড়লেন মুখ্যমন্ত্রী। এর ফলে পুলি়শের সঙ্গে প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হল বলে মনে করছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584