নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ, সোমবার শিলিগুড়ির উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর। করোনা আবহে দীর্ঘ ৬ মাস পর মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরুর আগেই ধাক্কা খেয়েছিল। ভারী বৃষ্টির কারণে গত ২৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর ২ দিনের উত্তরবঙ্গ সফর স্থগিত হয়ে গিয়েছিল। পিছিয়ে গিয়েছিল আরও এক সপ্তাহ।
সেই নির্ধারিত সূচি অনুযায়ী আজই শিলিগুড়ি রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ ও ৩০ সেপ্টেম্বর রয়েছে একাধিক কর্মসূচি। প্রশাসন সূত্রে খবর, আগামীকাল মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে উত্তরকন্যা থেকে ভার্চুয়াল বৈঠক রয়েছে।
বুধবার জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তাঁর কলকাতা ফিরে যাওয়ার কথা।
আরও পড়ুনঃ রাজ্যপালের ক্ষমতা ব্রিটেনের রাজার সমান, মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ৯ পাতার প্রতিবাদ পত্র রাজভবনে
চলতি বছর ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে দার্জিলিং গিয়েছিলেন। সেবার উত্তরের পাহাড় ও সমতল এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের সূচনাও করেন। তবে করোনা ত্রাসে পরিস্থিতি উত্তরবঙ্গে কিছুটা ভিন্ন। লকডাউন এবং পরবর্তীকালে নানা বিধিনিষেধে উন্নয়নের কর্মকাণ্ড কোথাও কোথাও বেশ কিছুটা শ্লথ হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ সারদা কাণ্ডে নগদ ২৬০ কোটি টাকার তদন্তে আয়কর দফতরকে চিঠি দিল সিবিআই
এই অবস্থায় উন্নয়নের কাজ অব্যাহত রাখতে সেখানে গিয়ে তাঁর নিজস্ব পদ্ধতিতে কাজের পর্যালোচনা করাটা জরুরি হয়ে পড়েছে। তাছাড়া উত্তরবঙ্গের মানুষের কাছে তিনি বার্তা দিতে চান তিনি তাঁদের পাশেই আছেন। ফলে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে সর্বস্তরেই আগ্রহ রয়েছে।
সূত্রের খবর, স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে কিছু সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নেই জানিয়েছেন, সেসব পাহাড়ে গিয়ে ঘোষণা করবেন। এই সফরে গ্রামীণ রাস্তা উন্নয়নের লক্ষ্যে ‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধন করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন বামপন্থী মেয়র তথা পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। বৈঠকে যোগ দেওয়ার আগে রবিবার বিভিন্ন প্রকল্পের বিষয়ে পুর নিগমের আধিকারিকদের সঙ্গে একপ্রস্ত আলোচনাও সেরে নেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584