নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
76

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

২১ শে নির্বাচন হচ্ছে এরাজ্যের মোট ২৯৪ টি আসনে। কিন্তু ইতিমধ্যে সারা রাজ্য থেকে গোটা দেশবাসীর কাছে আলোচনার কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা। নীলবাড়ির লড়াইয়ে নন্দীগ্রামে এবার গুরু-শিষ্যের লড়াই।

Mamata banerjee | newsfront.co
মনোনয়ন পত্র জমা দিলেন মমতা ব্যানার্জী। নিজস্ব চিত্র

তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থী হয়েছেন। আর তাঁকে টক্কর দিতে বিজেপি সেখানে নামিয়েছে তাঁরই একসময়কার শিষ্য শুভেন্দু অধিকারীকে। মমতার কাঁধে কাঁধ মিলিয়ে একসময় নন্দীগ্রামের জমি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি।

CM Mamata Banerjee | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু দলনেত্রীর সঙ্গ ছেড়ে অমিত শাহের হাত ধরে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তারপর থাকেই মমতা বিরোধী হয়ে উঠেছে শুভেন্দু। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রথমে নন্দীগ্রাম বাসস্ট্যন্ড লাগোয়া মাঠে কর্মিসভা করেন তৃণমূলনেত্রী। তারপর যান সোনাচূড়ার বাসুলী মায়ের মন্দিরে। সেখানে পুজো দেন তিনি! পাশের আরও দু’টি মন্দিরে যান তিনি।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে মহারণ! মমতা বনাম শুভেন্দু

এরপর যান, নন্দীগ্রামের চণ্ডী মা-র মন্দিরে। সেখানেও পুজো দেন। এরপর তিনি যান পাশের কালীমন্দিরেও সেখান থেকে স্থানীয় মনসা মন্দির ও দুর্গামন্দিরে। পরে গৌড়মাতার মন্দিরে যান তৃণমূল নেত্রী। সেখান থেকে নন্দীগ্রামের সামশেরাবাদে একটি মাজারেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জানকীনাথের মন্দিরে গিয়ে পুজো দেন তিনি।

আরও পড়ুনঃ বাংলার জেলায় জেলায় বোমা তৈরির কারখানা! অমিত মন্তব্যের জবাব এড়াল স্বরাষ্ট্রমন্ত্রক

এর আগে কর্মীসভা থেকেই তৃণমূল নেত্রী ধর্মের নামে রাজনীতি না করার হুঁশিয়ারি দেন। এরপর শিবরাত্রির আগে বুধবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়া শিবমন্দিরে পুজো দিলেন মমতা। নিজের হাতে প্রসাদ বিতরণ করে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, এদিন নন্দীগ্রাম থেকে কপ্টারে চেপে হলদিয়ায় এসে পৌঁছন তিনি। এরপর হলদিয়া মঞ্জুশ্রী মোড় থেকে ১ কিলোমিটার পদযাত্রা করে হলদিয়া মহকুমাশাসকের দফতরে পৌঁছন। তারপর নির্বাচনী প্রক্রিয়া মেনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিন তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী সুব্রত বক্সী এবং তৃণমূল নেতা শেখ সুফিয়ান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here