নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকরা। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার আশ্বাস বারবার দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুরের সভায় কৃষকদের আন্দোলনকেই সমর্থন করলেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় বিঁধলেন বিজেপিকেও। মুখ্যমন্ত্রী বলেন, “২০২১-এ তৃণমূল আসবে, আর কেউ না, আর কেউ না, আর কেউ না।
হার্মাদ সিপিএম আর না। সিপিএমের বন্ধু কংগ্রেস না না। বিজেপি একেবারেই না।” সিপিএম আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, টাকা ছড়াচ্ছে, দাঙ্গা লাগাচ্ছে। কুৎসা করছে, দল ভাঙাচ্ছে বলে জানান তিনি। ভারতবর্ষের মাটি থেকে বিজেপিকে উৎখাত করার সময় এসেছে বলেও হুংকার দেন মুখ্যমন্ত্রী। “আমি নন্দীগ্রাম ভুলিনি, সিঙ্গুর ভুলিনি, নেতাই ভুলিনি।
আরও পড়ুনঃ ডোমকলে এক কর্মীসভায় নাম না করে অধীরকে আক্রমণ মীম নেতার
কাল সারা বাংলায় ব্লকে ব্লকে ধরনা চলবে।” – বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাইকেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বামপন্থীদের মধ্যে অনেকে বিজেপিকে সমর্থন করেন না, আমি তাদের স্যালুট জানাই। কিন্তু সিপিএম নামের যে দলটি একের পর এক সন্ত্রাস করেছিল, তারা হয়ে গেছে বিজেপির সবচেয়ে বড় রক্ষক।
আরও পড়ুনঃ ধুলিয়ানে সিপিএমের জনসভায় চোখে পড়ার মতো ভিড়
আরও পড়ুনঃ স্টিল এক্সপ্রেসের স্টপেজ না দেওয়ায় সরডিহাতে রেল অবরোধ
বিজেপি হয়েছে তাদের ভক্ষক। আর কংগ্রেস হয়েছে তক্ষক। অঙ্কা-বঙ্কা-সঙ্কা। এরা নাকি দেশ চালাবে! মনে রাখবেন, ৩৪ বছর ধরে লড়ে এখানে এসেছি। কারও দয়ায় আসিনি। মনে নেই, কত হত্যা হয়েছে কেশপুরে, মনে নেই নন্দীগ্রামে কত মানুষকে খুন করেছেন।
নেতাইয়ে কীভাবে মা-বোনদের উপর অত্যাচার করতেন! জঙ্গলমহলের ম্যাক্সিমাম জায়গা আপনারা অশান্ত করে দিয়েছিলেন।কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা শপথ নিচ্ছি আজকের মিটিংয়ে, ২০২১ আমাদের। ২০২১ বাংলার।” জনগণ আছে সঙ্গে, তাই তৃণমূল কংগ্রেস একুশে আসছে বঙ্গে বলে জানান দিলেন তৃণমূল সুপ্রিমো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584