নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে সিএএ নিয়ে বিজেপিকে তোপ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তৃণমূল সুপ্রিমো বলেন, কালোবাজারিদেরবে দেশে জায়গা করে দেওয়ার জন্যই সিএএ লাগু করতে চান মোদি। এ দিন আবারও বিজেপিকে পাকিস্তানের রাষ্ট্রদূত বলে কটাক্ষ করেন মমতা।
সিএএ নিয়ে কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে মমতা না যাওয়ায় এবং ১১ জানুয়ারি মমতা মোদি সাক্ষাৎকে ঘিরে বিরোধীরা ইতিমধ্যেই নানা কথা বলতে শুরু করেছেন। তাদের উদ্দেশ্যে দিদি বলেন, তারা অতিথিপরায়ণ, কীভাবে অতিথিদের স্বাগত জানাতে হয় তারা ভাল ভাবেই জানেন সেটা। মোদি-মমতা সাক্ষাৎ সেটারই একটা অংশ ছিল মাত্র।
আরও পড়ুনঃ কুমারগঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল ফালাকাটায়
পাশাপাশি এ দিন মমতা বলেন, কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর পশ্চিমবাংলার ৬ পরিযায়ী শ্রমিকের হত্যা টেনে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি বলেন বিরোধীকে বিজেপি বারবার পাকিস্তানী বলে সম্বোধন করেন, কেন বিজেপি কি পাকিস্তানের রাষ্ট্রদূত?
তিনি এও বলেন যে আমরা জানি অতিথিদের কেমন করে সম্মান জানাতে হয়। এমনকী আমরা শত্রুদেরও সম্মান করি। এর মানে এই নয়-যে আমাদের দলের নেতাদের জম্মু, গুয়াহাটি বা জেএনইউতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584