নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েন। তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের সব সদস্যের সম্মতিক্রমে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সাংসদ না হওয়া সত্ত্বেও কোনও দলের সংসদীয় কমিটির প্রধান নির্বাচিত হওয়ার ঘটনা সাম্প্রতিক ভারতীয় রাজনীতিতে নেই। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালে কেউ এই পদের দায়িত্বে কখনো ছিলেন না বলেই জানা গিয়েছে।। একই সাথে রাজ্যের দায়িত্ব সামলে যেকোনও মুখ্যমন্ত্রীর পক্ষে সংসদীয় কমিটির প্রধানের দায়িত্ব সামলানো আদৌ সহজ তো নয় বটেই বরং যথেষ্টই কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Trinamool Congress Parliamentary Party has unanimously adopted a resolution to make TMC chief Mamata Banerjee as chairperson of Trinamool Congress Parliamentary Party: Party MP Derek O'Brien pic.twitter.com/aTFbZmWUVL
— ANI (@ANI) July 23, 2021
তবে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে এই পদক্ষেপ তৃণমূলনেত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা মানছে রাজনৈতিক মহল। বাংলার নির্বাচনের পর থেকেই বিজেপি বিরোধী ফ্রন্ট তৈরি করে একযোগে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা একাধিকবার উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরে।
আরও পড়ুনঃ অধিবেশনের বাকি দিনগুলিতে রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন
সেকথা আরো স্পষ্ট হয় ২১ জুলাই শহীদ দিবসে মমতার বক্তব্যে। মোদী বিরোধী রাজনৈতিক দলগুলিকে উদ্দেশ্য করেই মমতা শহিদ দিবসের দিন বলেন, ‘আড়াই বছর বাকি। এখন থেকেই জোট বেঁধে আলো দেখাতে হবে। এবার রাজ্যে রাজ্যে খেলা হবে।’ মমতার লক্ষ্য যে ২০২৪ -এর লোকসভা নির্বাচন তা একেবারে স্বচ্ছ হয়ে যায় ওইদিন।
আরও পড়ুনঃ করোনা সংক্রান্ত গ্লোবাল অ্যাডভাইজ়রি কমিটির বৈঠক ৫ অগাস্ট, থাকবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও
লোকসভা নির্বাচনে বাকি আর মাত্র আড়াই বছর। সেই দিকে লক্ষ্য রেখেই এখন থেকেই রাজধানীর ময়দানে নামছে ঘাসফুল শিবির। তার প্রথম পদক্ষেপই হল সংসদীয় দলের চেয়ারপার্সনের পদ। রাজ্যসভা ও লোকসভায় দলের সাংসদদের জন্য এবার নিজেই নীতি নির্ধারণ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584