নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির সমর্থনে প্রচারে অংশ নিতে সোমবার দুপুরে লখনৌ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছিলেন যে উত্তরপ্রদেশ নির্বাচনে প্রার্থী দেবেনা তৃণমূল, সেখানে অখিলেশ যাদবকেই সমর্থন করছে তারা।
সোমবার দুপুর আড়াইটে নাগাদ লখনৌ-এর উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা গিয়েছে। দুদিনের সফরে এবার উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা। সপা সাংসদ অখিলেশ যাদবের হয়ে প্রচার ছাড়াও অখিলেশের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনেও থাকতে পারেন মমতা। পাশাপাশি উত্তরপ্রদেশের তৃণমূল নেতা কর্মীদের সাথেও দেখা করবেন মমতা এমনটাই খবর তৃণমূল সূত্রে। বেশ কিছু ভার্চুয়াল সমাবেশেও অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও জানা গিয়েছে।
আরও পড়ুনঃ জেফ বেজোসের প্রমোদতরণী যাবে সমুদ্রে, ভাঙ্গা হবে নেদারল্যান্ডসের জাতীয় স্মারক ‘ডি হেফ’ সেতু
কিছুদিন আগে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাছাড়া ২০২১-এর বিধানসভা নির্বাচনেও সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন তৃণমূলের হয়ে প্রচারে রাজ্যে এসেছিলেন। কিরণময় নন্দও মমতার সমর্থনে নন্দীগ্রামে প্রচার করেছিলেন। বাংলার ভোটে সপা সরাসরি তৃণমূলকে স্পষ্ট করেছিল দলের নেতৃত্বকে পাঠিয়ে। এবার ঠিক সেই পথেই হেঁটে সপা-কে সমর্থন জানাতে উত্তর প্রদেশে পৌঁছচ্ছেন তৃণমূল সুপ্রিমো এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।
আরও পড়ুনঃ ভারতে করোনা টিকার বুস্টার ডোজ নিতে অনাগ্রহী ৪২ শতাংশ মানুষ, তথ্য প্রকাশিত সংবাদমাধ্যমে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584