মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
দিন কয়েক আগেই গোয়া সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হতে নয়, সেরাজ্যের উন্নতির জন্যই তাঁর গোয়া যাওয়া। গোয়ার জনসভা থেকে এমনটাই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ায় পর এবার ত্রিপুরা সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো। রবিবার আগরতলায় জনসভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভামঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, চলতি বছরের ডিসেম্বরেই ত্রিপুরায় সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের ডিসেম্বরে ত্রিপুরার বিবেকানন্দ ময়দানে সভা করবেন।’
সম্প্রতি গোয়া সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতার হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজ-সহ আরও কয়েকজন। এদিকে আজ, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরায় সফলভাবেই সভা করেছেন।
আরও পড়ুনঃ ‘ভুল করেছিলাম, আমি অনুতপ্ত’, তৃণমূলে যোগ দিয়ে বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়
এদিন ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে তাঁর হাত ধরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন ওই সভামঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যে ডিসেম্বরে ত্রিপুরা সফরে যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিপুরায় তৃণমূল সুপ্রিমোর সভাও যে এভাবেই সফল হবে তা আশা করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584