কৃষি আইন প্রত্যাহারে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী! জানালেন টুইট বার্তায়

0
63

 শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

বহু লড়াই ও কৃষকদের বলিদানের মধ্যে দিয়ে বাতিল হয়েছে বহু বিতর্কিত কৃষি আইন। কৃষকদের লাগাতার আন্দোলনের কাছে অবশেষে পিছু হটতে বাধ্য হল মোদী সরকার। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা তিনি জানিয়েছেন। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবী, “উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের কথা ভেবে এই কৃষি আইন প্রত্যাহার করা হয়েছে।”

CM Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কৃষকদের এই জয়ে উচ্ছ্বসিত দেশবাসী। উচ্ছ্বসিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট বার্তায় জানিয়েছেন, “আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃষক আন্দোলনে জড়িত প্রতিটি কৃষককে জানাই বিপ্লবী অভিনন্দন। আপনাদের এই লড়াইয়ে বিজেপি সরকার যেভাবে নিষ্ঠুর আচরণ করেছে তাতেও আপনারা বিচলিত হননি। তাই এই জয় আপনাদের।”

আরও পড়ুনঃ সংসদে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত থামবে না আন্দোলনঃ রাকেশ টিকায়েত

এছাড়াও তিনি জানান, “এই লড়াইয়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর সমবেদনা।” বিশেষভাবে উল্লেখ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই কৃষকদের পক্ষে ছিলেন এবং তাদের আন্দোলনকে সবসময় সমর্থন জুগিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here