‘দুয়ারে সরকার’ প্রকল্পে রেকর্ড জাতিগত শংসাপত্র, টুইট মুখ্যমন্ত্রীর

0
78

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

‘দুয়ারে সরকার’ কর্মসূচি শেষের আগেই আরও একবার বেনজির সাফল্য, এক মাসেরও কম সময়ে রাজ্যে বসবাসকারী ১০ লক্ষ তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের কাছে জাতিগত শংসাপত্র পৌঁছে গেল। শুক্রবার টুইট করে সেই পরিসংখ্যান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে এই কর্মসূচি রূপায়ণের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

mamata banerjee | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

এদিন টুইটবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “সানন্দে জানাই যে পশ্চিমবঙ্গ সরকারের #DuareSarkar কর্মসূচির মাধ্যমে ১ মাসেরও কম সময়ে, রাজ্যের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ১০ লক্ষেরও বেশি SC/ST/OBC সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এই প্রচেষ্টার সাথে যুক্ত সকল কর্মীদের আমার অসংখ্য ধন্যবাদ।”

মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের শ্রেণি সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি সহজতর করেছে রাজ্য সরকার। বর্তমানে পরিবারের যে কোনও একজনের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি সার্টিফিকেট থাকলেই তাকে প্রমাণ হিসেবে গণ্য করে পরিবারের অন্যান্য সদস্যরাও এই সার্টিফিকেট দ্রুত পেয়ে যাচ্ছেন,এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও মিলছে না পরিষেবা, সরকারি হস্তক্ষেপে নতিস্বীকার নার্সিংহোমের

সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে মানুষ আরও সহজে পেতে পারেন, সেই লক্ষ্যেই ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী থেকে রেশন কার্ড, তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের সার্টিফিকেট দেওয়া এই সবই ছিল এই কর্মসূচির লক্ষ্য। ১ ডিসেম্বর, ২০২০ থেকে রাজ্যজুড়ে একাধিক শিবির করে চলছে এই প্রকল্পের কাজ।

ইতিমধ্যেই মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সরকারি এই উদ্যোগ। কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছিলেন, মাত্র দেড় মাসের মধ্যে ২ কোটি মানুষ ‘দুয়ারে সরকার’ শিবিরে এসে বিভিন্ন পরিষেবায় নাম নথিভুক্ত করেছেন। রাজ্য সরকারের এই ‘দুয়ারে সরকার’ কর্মসূচি যে সত্যিই মানুষের কাজে লাগছে এদিনের টুইটে বিরোধীদের কিছুটা সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here