দেশের তুলনায় বাংলায় বেকারত্বের হার কম, টুইট মুখ্যমন্ত্রীর

0
57

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২০২১ বিধানসভা ভোটকে সামনে রেখে বাংলার যুবকদের মন জয়ে কেন্দ্রকে বিঁধে বেকারত্বের হার নিয়ে তথ্য পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির পরিসংখ্যান তুলে ধরে বিজেপিশাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় বেকারত্বের হার কম বলে দাবি করলেন তিনি। করোনা আবহে দেশজুড়ে বেকারত্ব বাড়লেও বাংলায় বলিষ্ঠ অর্থনৈতিক পদক্ষেপের ফলেই এই ভালো ফল বলে দাবি মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

ট্যুইটের মাধ্যমে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ এবং হরিয়ানাকেই মূল আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন টুইট করে তিনি জানান, সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী জুন মাসে এই রাজ্যে বেকারত্বের হার ৬.৫ শতাংশ। সেখানে জুন মাসেই সারা দেশে বেকারত্বের হার প্রায় ১১ শতাংশ, যা রাজ্যের প্রায় দ্বিগুণ। পাশাপাশি, এই হার উত্তরপ্রদেশে ৯.৬ শতাংশ, হরিয়ানায় ৩৩.৬ শতাংশ। এর থেকেই স্পষ্ট, করোনা ও আমফানের জোড়া ফলার আক্রমণ সত্ত্বেও রাজ্য সরকার কর্মসংস্থানের লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ করেছে। সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক ভাল অবস্থায় রয়েছে।

আরও পড়ুনঃ ৬-১৯ জুলাই দেশের ৬ শহর থেকে কলকাতায় নামবেনা কোনও বিমান

কিন্তু কোন জাদুমন্ত্রে সম্ভব হল এই অসাধ্যসাধন? উল্লেখ্য, গত মাসে দেশে বেকারত্বের হার ছিল প্রায় সাড়ে ২৩ শতাংশ। সেখান থেকে এক মাসের মধ্যে অনেকটাই কমেছে এই হার। মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য একাধিক উদ্যোগ করা হয়েছে। ১০০ দিনের কাজ-সহ একাধিক ক্ষেত্রে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে ফিরে আসা আইটি প্রফেশনালদের জন্যও কর্মভূমি পোর্টালেরও ব্যবস্থাও করেছেন তিনি। তার মাধ্যমেও কর্মসংস্থান হয়েছে অনেকের। ফলে আমূল বদলে গিয়েছে বেকারত্বের হার।

আরও পড়ুনঃ রাজ্য প্রশাসনে একাধিক দফতরে সচিবদের রদবদলের নির্দেশ

সিএমআইই-র রিপোর্ট বলছে, জুন মাসে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে বেকারত্বের হার ৯.৬ শতাংশ। আর দেশের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব মনোহর লাল খাট্টার শাসিত হরিয়ানায়। সেখানে জুন মাসে বেকারত্ব ৩৩.৬ শতাংশ। অর্থাৎ ১০০ জনের মধ্যে ৩৩ জনের বেশি মানুষের হাতে কোনও কাজ নেই। এই দুটি রাজ্যের কথাই বিশেষ করে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু রিপোর্ট অনুযায়ী, বেকারত্বে উত্তরপ্রদেশকে টেক্কা দিয়েছে পাঞ্জাব, ছত্তিশগড় ও রাজস্থান। কিন্তু তিনটি রাজ্যর উল্লেখ নেই মুখ্যমন্ত্রীর টুইটে। এমনকী, চিরপ্রতিদ্বন্দ্বী সিপিএমশাসিত কেরলের বেকারত্ব নিয়েও কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী। শুধুমাত্র বাছাই করে পশ্চিমবঙ্গের নিচে থাকা কয়েকটি রাজ্যের বেকারত্বের হার দেখিয়ে আসলে মুখ্যমন্ত্রী রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন, এমনটাই মত বিরোধী রাজনৈতিক দলগুলির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here