মৃত্যুবার্ষিকীতে তাপসী স্মরণে টুইট মুখ্যমন্ত্রীর

0
67

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দলে ক্রমাগত একের পর এক নেতৃত্বে ইস্তফা এবং বিজেপির রাজনৈতিক আক্রমণের সামনে নিজের রাজনৈতিক উত্থানের সেই পুরনো ইস্যুকেই সামনে তুলে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চলা কৃষক আন্দোলনে কিছুটা বিপাকে কেন্দ্রীয় সরকার বিজেপি। সেই কারণে সিঙ্গুর আন্দোলনের পর এবার কৃষক কন্যা তাপসী মালিকের মৃত্যু বার্ষিকীতে তাকে সম্মান জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্মরণ করে চলতি কৃষক আন্দোলনে দিল্লিতে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন তিনি।

প্রসঙ্গত, সিঙ্গুর আন্দোলনের সময় কৃষক কন্যা তাপসী মালিককে ধর্ষণ এবং খুন করে তারপর জ্বালিয়ে দিয়ে পুঁতে দেওয়া হয় কৃষিজমিতে। সেই মৃতদেহ উদ্ধার করে প্রবল রাজনৈতিক আন্দোলনে নামে তৃণমূল। পরবর্তী সময়ে মমতাকে তা রাজনৈতিক জীবনে অনেকটাই মাইলেজ দেয় এই ঘটনা।

আরও পড়ুনঃ বিজেপির মার্কেটিং এজেন্ট হিসেবে কাজ করছে পাহাড়ের সব দল: শান্তা ছেত্রী

শুক্রবারই তাপসী মালিকের মৃত্যুদিন। তাকে শ্রদ্ধা জানিয়ে মমতা টুইট করেন, “তাপসী মালিককে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করি। ২০০৬ সালে কৃষক আন্দোলনের মুখ তাপসী মালিককে ধর্ষণ করে খুন করা হয় এই দিনটিতে। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমি আরও একবার তাপসী মালিককে স্মরণ করে প্রতিবাদরত কৃষকদের সমর্থন জানাই।“

আরও পড়ুনঃ কবিগুরুর শান্তিনিকেতনেই অপমানিত রবীন্দ্রনাথ, নিন্দার ঝড়

তবে প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী এই টুইট করেন না। সেই প্রসঙ্গ তুলে বিরোধী রাজনৈতিক দলের দাবি, বিধানসভা ভোটের বছর বলেই কি তাপসী মালিক কে মনে পড়ল তৃণমূলের?

২০০৬ সালের ১৮ ডিসেম্বর ভোরে বাজেমেলিয়ায় টাটার প্রকল্প এলাকায় একটি বড়সড় উনুনের মতো গর্তের খোঁজ মেলে। যার মধ্যে থেকে তাপসী মালিকের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয়। যখন গ্রামবাসীরা সেই দেহ উদ্ধার করেন, তখনও সেখানে ধোঁয়া বেরোচ্ছিল। তাপসীর মৃত্যু নতুন করে জমি আন্দোলনে আরো মারাত্মক করে তোলে। সেই আন্দোলনের জেরে একদিকে যেমন টাটা সিঙ্গুর ছাড়তে বাধ্য হন, ঠিক তেমনই বদলে যায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র। এতদিন বাদে সেই তাপসী মালিক ঘটনাকেই স্মরণ করে ফের টুইট করলেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here