নেতাজির জন্মলগ্নে শঙ্খধ্বনি-আজান দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

0
94

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী বিশেষভাবে পালন করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নেতাজির জন্মলগ্নে অর্থাৎ ২৩ জানুয়ারি বেলা ১২টা ১৫ মিনিটে শঙ্খ, উলুধ্বনি বা আজান দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee | newsfront.co

বাংলা তথা ভারত ও সারা বিশ্বের বাঙালি ও নেতাজি-অনুরাগীদের কাছে এই আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবিও তোলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে সোমবার নবান্নের বৈঠকে ২৩ জানুয়ারি ও সারা বছর নেতাজির জন্মবার্ষিকী কীভাবে পালন করা যেতে পারে তার একটি পরিকল্পনাও তৈরি করে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

নেতাজির ১২৫তম জন্মদিন পশ্চিমবঙ্গে এ বছর ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালিত হবে। এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই সারা বাংলা তথা ভারতবর্ষ ও সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি ও ভারতীয়দের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা, ‘বেলা ১২টা ১৫ মিনিটে, নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করে শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দেবেন। মুসলিমরা আজানের মতো কিছু একটা করতে পারেন। সব সম্প্রদায় মিলে এটা আমরা করব।‘

আরও পড়ুনঃ পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছালেন অভিষেক

এবছর নেতাজির জন্মজয়ন্তী উদ্যাপনের পরিকল্পনা জানাতে গিয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘এবছর ২৩ জানুয়ারি বেলা ১২টায় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে থেকে জমায়াত যাবে রেড রোডে নেতাজি মূর্তির পাদদেশে। নেতাজির জন্মমূহুর্ত অর্থাৎ দুপুর ১২টা ১৫ মিনিটে সারা বাংলা জুড়ে সাইরেন বাজবে। পুলিশের ব্যান্ড থাকবে।‘ পুলিশকে পরিকল্পনা বাস্তবায়ণেরও নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ সমাধান অধরা, ফের কেন্দ্র-কৃষক বৈঠক ৮-এ

এছাড়াও নেতাজিকে শ্রদ্ধা জানাতে রাজারহাটে একটি মনুমেন্ট গঠন হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই মনুমেন্টের নাম হবে ‘আজাদ হিন্দ ফৌজ’ মনুমেন্ট। তৈরি হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারই এই বিশ্ববিদ্যালয় করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তিনি আরও জানান যে, আজাদ হিন্দ ফৌজের নামে বিশেষ ব্যান্ড করবে কলকাতা পুলিশ। এবার ১৫ আগস্টের প্যারেড নেতাজির নামেই উদযাপিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here