নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন ডিবেট ২০২০’তে আজ, বুধবার বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিশ্বে সমাদৃত এই বিতর্কসভায় প্রথম ভারতীয় মহিলা রাজনীতিবিদ তথা প্রশাসক হিসেবে অংশ নেবেন তিনি।
এদিন বিকেল পাঁচটায় শুরু হবে ওই ডিবেট। যা ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব সহ কয়েকটি সামাজিক মাধ্যমে ফলো করা যাবে। সম্মানজনক এই বিতর্কে অংশ নিয়ে পূর্বতন বক্তা মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন, জিমি কার্টার, রিচার্ড নিক্সন, প্রখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, মাইকেল জ্যাকসন, মাদার টেরেজা, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্গারেট থ্যাচারের সঙ্গে একই পঙ্কতিতে চলে আসবেন মমতা।
আরও পড়ুনঃ কৃষক আন্দোলনে সংহতি জানাতে গিয়ে আটক ‘শাহিনবাগের দাদি’
প্রসঙ্গত, গত জুলাই মাসের গোড়ার দিকে বিশ্বের সর্ববৃহৎ ডিবেট সোসাইটি ‘অক্সফোর্ড ইউনিয়ন’ তাদের বিতর্কসভায় অংশ নেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী তথা জাতীয় রাজনীতির অন্যতম স্তম্ভ মমতাকে আমন্ত্রণ জানায়। সেই আমন্ত্রণ গ্রহণও করেন তিনি।
আরও পড়ুনঃ তৃণমূলে শুভেন্দু সমস্যা মিটতে চলছে
ঠিক হয়েছিল আগামী জানুয়ারি মাস থেকে মার্চের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর পছন্দসই সময়ানুযায়ী আয়োজন করা হবে ওই বিতর্কসভা। কিন্তু করোনা আবহ এবং ইংল্যান্ডের লকডাউন পর্বে তা এগিয়ে আনা হয়নি। এরপরই ঠিক হয় কলকাতা থেকে ভার্চুয়ালি ওই সভায় যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্দিষ্ট কোনো বিষয় চিহ্নিত করা হয়নি। ডিবেটে তাঁর জন্য সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অক্সফোর্ড ইউনিয়নে অনলাইনে অসংখ্য প্রশ্ন জমা পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584