ভবানীপুর নয়, একমাত্র নন্দীগ্রাম কেন্দ্র থেকেই প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
105

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

mamata banerjee | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই প্রার্থী হতে চলেছেন, জানালেন তৃণমূল কংগ্রেসের এক উচ্চস্তরের নেতা। ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃণমুল কংগ্রেসের এই নেতা নিশ্চিত করেন যে নন্দীগ্রাম থেকেই একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য দল অন্য কোন প্রার্থীকে মনোনয়ন দেবে।

mamata banerjee | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকেই প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা। ১৮ জানুয়ারি নন্দীগ্রামের ভরা জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে পূর্ব মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি নিজেই প্রার্থী হতে চান। যদিও অতীতে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেই এতদিন প্রার্থী হয়েছেন তিনি। ওই সভা থেকেই সুব্রত বক্সিকে তিনি অনুরোধ করেন যাতে পূর্বমেদিনীপুর কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়।

বক্তব্য শেষ করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “ভবানীপুর আমার বড় বোন, আর নন্দীগ্রাম আমার মেজো বোন, আমি চেষ্টা করবো দুই কেন্দ্র থেকেই প্রার্থী হতে। ভবানীপুর কেন্দ্রের মানুষরা দুঃখ করবেন না, সম্ভব হলে দুই কেন্দ্র থেকেই আমি ভোটে দাঁড়াবো তবে নন্দীগ্রাম থেকে আমি লড়বোই।”

আরও পড়ুনঃ ক্ষমতায় এলে টেট পরীক্ষার দুর্নীতি নিয়ে তদন্ত করবে বিজেপিঃশমীক ভট্টাচার্য

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের এক সদস্য এদিন ইন্ডিয়া টুডে টিভিকে নিশ্চিত করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই ভোটে প্রতি হচ্ছেন। দল ইতিমধ্যে ভবানীপুর কেন্দ্রের প্রার্থীও স্থির করে ফেলেছে কিন্তু গোপনীয়তার কারণেই তিনি প্রার্থীর নাম বলতে চাননি।

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই ভবানীপুর কেন্দ্র থেকেই উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ৫৪,২১৩ ভোটে জিতেছিলেন তিনি। যদিও ভবানীপুর কেন্দ্র থেকে আগেই জিতেছিলেন সুব্রত বক্সি এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি ছেড়ে দিয়ে পদত্যাগ করেন বিধায়ক পদ থেকে।

আরও পড়ুনঃ বিপ্লব মন্তব্যে আপত্তি নেপালের

২০১৬ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রার্থী হন ভবানীপুর থেকে এবং ৪৬.৬৭ % ভোট পায় তৃণমূল কংগ্রেস। কিন্তু ২০২১ এর নির্বাচনে রাজ8 পটভূমি অনেকটাই পরিবর্তিত। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় সম্মুখ দ্বৈরথে মমতা -শুভেন্দু। নন্দীগ্রামের জনসভায় সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার বিবেক বলছে নন্দীগ্রাম আমার জন্য লাকি জায়গা। সিদ্ধান্ত নিলাম এখান থেকেই ভোটে লড়াই করবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here