শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
চলতি সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সম্পাদক জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এই ঘটনা নিয়ে একদিকে যেমন রাজ্যপাল মুখ্য সচিব এবং বিধির কাছে ব্যাখ্যা চেয়েছেন ঠিক তেমনই তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এমনকি ৩ আইপিএস অফিসারকেও কেন্দ্রীয় ডেপুটেশনে বদলির নির্দেশ দেয়া হয়েছিল, যদিও নবান্ন তাদের পক্ষে এনওসি না দেওয়ায় তা আটকে যায়। কিন্তু এরই মধ্যে রবিবার সকালে জানা গেল চাঞ্চল্যকর খবর। করোনা আক্রান্ত হয়েছেন জেপি নাড্ডা।
Heard about BJP National President Shri @JPNadda testing positive for COVID-19. Wishing him a speedy recovery and good health. My prayers are with him and his family during this time.
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2020
আর এই খবর পেয়ে অভূতপূর্ব রাজনৈতিক সৌজন্যের নজির স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই প্রথম নয় এর আগেও প্রবল রাজনৈতিক প্রতিপক্ষকেও বিপদের সময় সৌজন্যে দেখিয়েছেন তিনি।
রবিবার বিকেলে নিজেই টুইট করে জেপিন আড্ডার সুস্থতা কামনা করে কথা জানিয়েছেন তিনি। আচমকা জেপিন আড্ডা করো না আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন বঙ্গ বিজেপি নেতৃত্ব। কিন্তু সমস্ত রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে রেখে সহমর্মিতা দেখালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত! বোলপুরে বললেন কৈলাশ বিজয়বর্গীয়
এদিন জে পি নাড্ডার দ্রুত সুস্থতার কামনা করে মুখ্যমন্ত্রী টুইট করেন, ‘বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা করোনা আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছি। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য এবং তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। এই সময়ে তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে আমার প্রার্থনা থাকল।’
রবিবার বিকেলের দিকে হিন্দিতে একটি টুইট বার্তায় নিজের অসুস্থতার কথা জানিয়েছেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি।
আরও পড়ুনঃ একুশের মহারণের আগে বীরপাড়ায় কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ বিমল গুরুংয়ের
টুইট বার্তায় নাড্ডা বলেন, ‘করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় আমি টেস্ট করিয়েছিলাম এবং রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে এবং চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই নিভৃতবাসের যাবতীয় নিয়মকানুন পালন করছি। আমার অনুরোধ, গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নিজেদের আলাদা পরীক্ষা করিয়ে নিন।’
প্রসঙ্গত জেপি নাড্ডার ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নতুন উত্থানের স্বপ্ন দেখছিল বঙ্গ বিজেপি। কিন্তু এবার আচমকা তিনি অসুস্থ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা ভাটা পড়তে চলেছে। একই সঙ্গে তাঁর সঙ্গে যারা ছিলেন তাদের ও করো না পরীক্ষা প্রয়োজনীয় হয়ে পড়ায় দেখা দিয়েছে কিছুটা আতঙ্ক। এর মধ্যেই রাজনৈতিক সৌজন্য দেখিয়ে বঙ্গ বিজেপির স্বপ্নে ফের ধাক্কা দিলেন মুখ্যমন্ত্রী সে কথা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584