Independence Day: নিজের লেখা গানে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

0
141

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

নিজের লেখা গান দিয়ে দেশবাসীকে ৭৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পেজে গানটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

মুখ্যমন্ত্রীর লেখা এই গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই এবং দেবজ্যোতি বোস। গানটির ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে গানের চারটি লাইন ভিডিওর ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন তিনি, ‘এই ধরণীর মাটির বাঁধন বাঁধুক জোরে মোদের, সোনার চেয়েও যে খাঁটি দেশটা সবার নিজের।’

আরও পড়ুনঃ দেশের সৈনিক স্কুলগুলিতে পড়তে পারবেন মেয়েরাও, ঘোষণা প্রধানমন্ত্রীর

গানের সাথে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here