আন্তর্জাতিক অনলাইন সেমিনারের নিয়ম বদল, জবাব চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

0
46

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আন্তর্জাতিক অনলাইন সেমিনার বা সম্মেলন আয়োজন করতে গেলে প্রতিষ্ঠানগুলিকে আগে কেন্দ্র/ রাজ্যের অনুমোদন নিতে হবে তারপর আয়োজন করতে হবে, সম্প্রতি এমনই নিয়ম জারি করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এই ‘নিয়মে’র তীব্র বিরোধিতা করে শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Modi | newsfront.co

চিঠিতে তিনি লিখেছেন যে, রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তিনি লিখেছেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা রাজ্যের হাতেই থাকে। কিভাবে সেখানেও এই নিয়ম লাগু করা হচ্ছে, তা মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “আমাদের বিশ্ববিদ্যালয়গুলির নিজেদেরও কিছু ক্ষমতা এবং স্বাধীনতা রয়েছে। তাই তাঁরা কীভাবে বিদেশি ইউনিভার্সিটিগুলির সঙ্গে যোগাযোগ করবে সেই ক্ষমতা তাঁদেরই থাকার কথা। জ্ঞান কখনই নির্দিষ্ট দেশ কিংবা জাতি-ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।”

আরও পড়ুনঃ সরকারি আওতায় না আনলেও কড়া নজরদারি ডিজিটাল মিডিয়ার উপর, নয়া আইন কেন্দ্রের

এ প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “এই নীতির মাধ্যমে কি কেন্দ্রীয় সরকার এক দেশ, এক চিন্তাকে আরোপ করছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উপর?” মমতা এও বলেন, “বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মই শিক্ষা ব্যবস্থার ভিত হয়ে উঠেছে। বিশ্বের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যমও ডিজিটাল প্ল্যাটফর্ম।দেশের সংবিধানে শিক্ষাপ্রতিষ্ঠানেরও জায়গা রয়েছে। তাই এই ধরণের নিয়ম আরোপের অর্থ হল গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত। অতএব এই নিয়ম প্রত্যাহারের আবেদন জানাচ্ছি।“

আরও পড়ুনঃ জ্বালানির দাম না কমলে মুদ্রাস্ফীতির ভ্রূকুটি, সতর্ক করল আরবিআই গর্ভনর

উল্লেখ্য, কেন্দ্রের এই নয়া নির্দেশে অ্যাকাডেমিক এবং বৈজ্ঞানিক মহল আপত্তি জানিয়েছিল। দেশের দুটি বৃহত্তম বিজ্ঞান গবেষণালয়ের তরফে সরকারকে চিঠিও দেওয়া হয়। সেখানে বলা হয়েছে যে এই নিয়ম কার্যকর হলে ‘সমস্ত বৈজ্ঞানিক আলোচনাকে তা থামিয়ে দেবে।‘

রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব আশুতোষ শর্মার এই নির্দেশিকা সম্পর্কে বলেন, “এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।“ তিনি বলেন, “কেন্দ্র কখনই চায় না বিজ্ঞানকে থমকে দিতে। বিজ্ঞান অ্যাকাডেমি তাদের মতামত প্রকাশ করেছে। সরকার অবশ্যই তাদের উদ্বেগ নিরসন করতে চাইবে। চূড়ান্ত পরিণতি কী হবে তা আমি জানি না। তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here