নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির জমি নিয়ে বিতর্কের জেরে বিশ্বভারতীর অভিযোগ নিয়ে মুখর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিজেপিকে এই বিষয়ে তুলোধোনা করেছিলেন মমতা। এবার নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে থাকার বার্তা দিয়ে ব্যক্তিগত ভাবে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী নিয়ে বিশ্বভারতী যেভাবে বেআইনি জমি দখলের অভিযোগ তুলেছে তাতে তিনি অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ। বিশ্বভারতীর অভিযোগ নিয়ে অত্যন্ত আপত্তি জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা।
এমনকি,নোবেলজয়ী অমর্ত্য সেনকে ‘অমর্ত্য দা’ সম্বোধন করে মুখ্যমন্ত্রী লিখেছেন, অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেন প্রায় ৮ দশক আগে শান্তিনিকেতনে বাড়ি তৈরি থাকতে শুরু করেন। বিশ্বভারতীতে সেন পরিবারের ইতিহাসের শিকড় বহু গভীর তা উল্লেখ করেছেন মমতা।
এরপর বিশ্বভারতীকে অনুপ্রবেশকারী বলে উল্লেখ করে মমতা লেখেন, অমর্ত্য সেনের প্রতি তাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেশের ক্ষমতাসীন শাসকদের বিরুদ্ধে তাঁর লড়াইয়ে মমতা সর্বতোভাবে পাশে আছেন বলে জানিয়েছেন। বিশ্বভারতীর আচরণে যে তিনি অত্যন্ত ব্যথিত তা চিঠিতে উল্লেখ করেন মমতা।
আরও পড়ুনঃ লকডাউনের মাশুল উসুল! নভেম্বরের বিল থেকে আগস্ট পর্যন্ত ১০ কিস্তিতে বকেয়া টাকা নেবে সিইএসসি
গতকাল সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, “আমি যতটুকু জানি, ওনার পরিবার এখানে আছেন প্রায় ৭০-৮০ বছর। যাঁরা এসব বলছেন, তাঁরা ওনার সম্পর্কে কতটুকু জানেন? অমর্ত্য সেন বিজেপির বিরুদ্ধে। তাই তিনি জমি দখল করে আছেন, হকার বসিয়েছেন, তাঁর বাড়ি প্রতীচী নিয়ে যা ইচ্ছা বলে যাবে তা কখনোই বাংলার মানুষ বরদাস্ত করবে না। আমি সমস্ত বাংলার মানুষের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি।”
তিনি আরও বলেন যে, অমর্ত্য সেনের পরিবারই রবীন্দ্রনাথকে বোলপুরে ডেকে নিয়ে গিয়েছিলেন। বাংলার মানুষের দুর্ভাগ্য, যে কুকথা, অসত্য অর্ধ সত্য, নগ্ন ভাষায় বিজেপি লোককে গালাগালি করছে। তিনি বলেন, এরা ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো পেয়ে গেছি একটা সহজ সরল ঘরের মেয়ে, তাঁকে রোজ গালাগালি দিলেও সে প্রতিবাদ করে না। কারণ ওরা জানেই শেষ অবধি মমতাই জিতবে।
তিনি অনুযোগ করেন, বিজেপি তাঁকে আঘাত করতে করতে বাংলার মনীষীদের আঘাত করছে। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তিনিকতনে জন্ম নিয়েছিলেন। তিনি সোচ্চারে বলেন বিজেপি ইতিহাস বিকৃতি ঘটাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584