শুভম বন্দ্যোপাধ্যায় , কলকাতাঃ
অনেক বড় বড় ব্যক্তিত্বের জন্মদিনের জাতীয় ছুটি থাকলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কোনদিনই ছুটি ঘোষণা হয়নি। এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি এবং নেতাজির অন্তর্ধান রহস্যের যথাযথ তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই মর্মে নবান্ন থেকে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রী এই নিয়ে বিস্তারিত আর্জি প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, সেখানে ২০২২ সালে নেতাজীর ১২৫তম জন্মজয়ন্তীর কথা উল্লেখ করে, ওই দিন জাতীয় ছুটি ঘোষণা করা হোক। ওই দিন রাজ্য ইতিমধ্যেই ছুটি ঘোষণা করে দিয়েছে। কিন্তু কেন্দ্রের কাছে রাজ্য সেই আবেদন জানালেও তাতে লাভ হয়নি।
আরও পড়ুনঃ বেঁচে থাকতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মান দেয়নি রাজ্য সরকারঃ অধীর
আর একই সঙ্গে নেতাজির মতো ব্যক্তিত্বের অন্তিম পরিণতি জানানোর জন্য কেন্দ্রকে আবেদন করেছেন তিনি। রাজ্য সরকারের কাছে নেতাজি সংক্রান্ত যে সমস্ত ফাইল ছিল, তা সযত্নে রেখে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ মিউজিয়ামে।
আর নেতাজির অন্তর্ধান সংক্রান্ত যে তথ্য কেন্দ্রের কাছে রয়েছে, তা প্রকাশ করার আর্জি জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ সহ সারা দেশ তথা বিশ্বের সব প্রান্তেই নেতাজি অনুগামীদের স্বার্থে নেতাজির অন্তর্ধানের অনুসন্ধান সংক্রান্ত সব ফাইল প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি। তবে তার এই আবেদনে কেন্দ্র সাড়া দেয় কিনা, সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584