বিওএ’ র নির্বাচন উত্তপ্ত মুখ্যমন্ত্রীর দাদা-ভাইয়ের লড়াই নিয়ে

0
163

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

এবার সম্মুখ সমরে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন, আর আলোচনার কেন্দ্রবিন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দাদা অজিত বন্দোপাধ্যায় ও ভাই স্বপন বন্দোপাধ্যায়। শুক্রবার প্রার্থীপদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল।

bothers | newsfront.co

এর মধ্যেই নির্বাচন কমিশনের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ মুখোপাধ্যায়। সরে যাওয়ার কারণ হিসেবে তিনি কোভিড-১৯ পরিস্থিতির দিকে আঙুল তুলেছেন। ইনডোর স্টেডিয়ামে নির্বাচনের স্থান ঠিক করা হয়েছিল। কিন্তু তার অনুমতি বাতিল করে দিয়েছে রাজ্যের ক্রীড়া দপ্তর।

আরও পড়ুনঃ কৃষক বিক্ষোভে ব্যতিব্যস্ত সরকার, গভীর রাতে নাড্ডার বাড়িতে শাহ-সিং

বিওএ নির্বাচন ঘিরে জমে ওঠা বিতর্কে বিরক্ত এবং ক্ষুব্ধ নাকি স্বয়ং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ফলে নির্বাচন আয়োজনের জন্য অন্য জায়গা খুঁজতে হচ্ছে বিওএ কর্তাদের। তেমন হলে কলকাতার কোনো পাঁচতারা হোটেল বা অনলাইন ব্যবস্থাও করা হবে।

অজিত ও স্বপন দুই গোষ্ঠীর লোকজনই প্রচার শুরু থেকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে তীর্যক মন্তব্য করা শুরু হয়ে গেছে গত নির্বাচনেও এমন পরিস্থিতি তৈরী হয়েছিল কিন্তু মমতা শান্ত করেছিলেন ছোটো ভাই বাবুন অর্থাৎ স্বপনকে সচিব হয়ে শান্ত হন স্বপন কিন্তু এবার তিনি সভাপতির চেয়ার অর্থাৎ দাদার চেয়ার পেতে মরিয়া এই মুহূর্তে বিধানসভা ভোটের প্রচারে নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না বলে খবর।

আরও পড়ুনঃ সবাই সন্ত্রাসবাদী, ভারতীয় কী শুধু বিজেপি কর্মীরা- প্রশ্ন মুফতির

ফলে ব্যানার্জী বাড়ির দাদা ভাইয়ের লড়াই হবে সমানে সমানে। বিওএ সভাপতি পদের জন্য মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায় এবং ছোটোভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়।

এদিকে অজিত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী থেকে সচিব পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রাক্তন সিএবি কোষাধক্ষ্য বিশ্বরূপ দে। তিনি নেটবল রাজ্য সংস্থা থেকে প্রতিনিধিত্ব করবেন। এই গোষ্ঠী থেকে সহ সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন চন্দন রায়চৌধুরি।

আরও পড়ুনঃ রাজধানী ঘেরাও করার ডাক কৃষকদের

বিওএ’র বর্তমান সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়। এই গোষ্ঠী থেকে সচিব পদে মনোনয়ন জমা দিয়েছেন জহর দাস। তবে বিওএ’র সভাপতি পদ ঘিরে মুখ্যমন্ত্রীর দাদা এবং ভাইয়ের চেয়ার দখলের লড়াই এখন আলোচনার কেন্দ্রে।

ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস চাইছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান কিন্তু অরূপের সঙ্গে সুসম্পর্ক নেই স্বপনের তাই বরফ গলার সম্ভবনা কম। এই বছরের শেষে হতে পারে নির্বাচন করোনা পরিস্থিতিতে পারদ চড়ছে এখন দেখার জয় কার হয় মুখ্যমন্ত্রীর দাদা না ভাইয়ের!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here