নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
তৃতীয় বার সরকারে ফেরার পর রাজ্যের নবগঠিত তফসিলি জাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠক হল বুধবার। এই বৈঠকেই অনগ্রসর শ্রেনির জন্য বেশ কিছু নতুন সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তফসিলি জাতির উন্নয়নে বাড়ানো হল বাজেট।
অনগ্রসর শ্রেণির কল্যাণে বড় পদক্ষেপ রাজ্যের। এখন থেকে চাকরি ক্ষেত্রে ২২ শতাংশ আসন সংরক্ষিত করা হল পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য, বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পরই তফসিলি জাতি, উপজাতির উন্নয়নে পৃথকভাবে ‘শিডিউল্ড কাস্ট এডভাইসরি কাউন্সিল’ তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই অনগ্রসর শ্রেণির জন্য এ ধরনের বোর্ড তৈরি হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুনঃ বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাও-এর হুঁশিয়ারি অনুব্রতর, অধ্যাপক সংগঠনের আন্দোলনে সমর্থনের আশ্বাস
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে তফসিলি পড়ুয়াদের জন্য ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে। ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের মাধ্যমে এঁদের পড়াশোনার খরচ চলছে। এছাড়াও কৃতি এবং উচ্চ শিক্ষায় আগ্রহী পড়ুয়াদের এবার থেকে উচ্চশিক্ষার জন্য স্বল্পসুদে ঋণ দেবে সরকার।
আরও পড়ুনঃ বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ৫ শিক্ষিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা
ইতিমধ্য়েই তফসিলি জাতির বহু মহিলা রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন। তাঁদের ‘কাস্ট সার্টিফিকেট’দেওয়ার জন্য রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পে শুধু এই শিবিরে গিয়েই খুব দ্রুত শংসাপত্র পেয়েছেন অনেকে। উল্লেখ্য, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণির জনপ্রতিনিধি তথা বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584