পরিস্থিতি দ্রুত আয়ত্তে আনতে হবে! উত্তর ২৪ পরগণার করোনা পরিস্থিতি নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
57

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আজ, সোমবার ভার্চুয়াল প্রশাসনিক বৈঠক থেকে উত্তর ২৪ পরগনা জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্নের সুরে তিনি বললেন, “উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ আটকানো যাচ্ছে না। ওই জেলাতে সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু কেন? স্থানীয় প্রশাসন আদৌ যত্ন নিচ্ছে তো?”

Mamata Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

শেষ কয়েকদিনে প্রতিদিনই বাংলার তিন হাজারেরও বেশি সংখ্যক মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। যার মধ্যেই একটা বড় অংশ উত্তর ২৪ পরগনার। সেই পরিসংখ্যানের নিরিখেই এদিন উত্তর ২৪ পরগনার পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ওই জেলা এমনিতেই ডেঙ্গুর আঁতুরঘর, তার উপর এখন করোনা।

এদিন এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এরপরই নির্দেশের সুরে তিনি বলেন কোথায় সমস্যা হচ্ছে, কেন সংক্রমণ রোখা যাচ্ছে না? অবিলম্বে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি যত দ্রুত সম্ভব আয়ত্তে আনতে হবে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত দিলীপ ঘোষের গাড়ির চালক

করোনা প্রসঙ্গে জেলাশাসক বলেন, ২৬ টি পুরসভা এলাকায় নিয়ম মেনে পর্যবেক্ষণ করা হয়েছে। উপসর্গযুক্ত ও আক্রান্তদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। ভিড় যাতে না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। ডেঙ্গু প্রসঙ্গে জেলাশাসক জানান, “চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কম। কারণ, গত বছরের কথা মাথায় রেখে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ বাঘাযতীন হাসপাতালে

এদিন অন্যান্য জেলার করোনা সংক্রমণ ও সুস্থতার হার নিয়েও পর্যালোচনা করেন মুখমন্ত্রী। হাওড়া প্রসঙ্গে তিনি বলেন, “হাওড়া প্রচুর চেষ্টা করছে। তা সত্ত্বেও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সুস্থতার হারও ভাল।” হুগলির বর্তমান পরিস্থিতি অন্যান্য জেলার থেকে অনেকটাই ভাল বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, প্রথম থেকেই করোনা ভাইরাস উত্তর ২৪ পরগনার উপর দাপট দেখিয়ে চলেছে। ফলে সেখানকার বাসিন্দাদের উদ্বেগও চরমে। প্রতিদিনই ওই জেলার পাঁচশোরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন। তবে সুস্থতার হারও বেশ ভালো।

এখনও পর্যন্ত করোনার সঙ্গে লড়াই করে হাসিমুখে ঘরে ফিরেছেন ওই জেলার ৫ হাজার ৭৯৬ জন। এদিকে, উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৯ হাজারের গণ্ডি পেরিয়েছে। একদিনে সেখানে মৃত্যু হয়েছে ১৮ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪৭।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here