কেন্দ্রের পাল্টা রাজ্য! এবার ভ্যাকসিন সার্টিফিকেটে থাকবে মুখ্যমন্ত্রী মমতার ছবি

0
161

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এতদিন করোনা ভ্যাকসিন নিলে কো-উইন পোর্টাল থেকে পাঠানো হত ভ্যাকসিন সার্টিফিকেট, যাতে থাকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও বার্তা। এবার সেই পদ্ধতি চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। টিকা নেওয়ার পর রাজ্যের স্বাস্থ্য দফতর টিকা গ্রহীতাকে একটি মেসেজ পাঠাবে। সেই মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করলে মিলবে সার্টিফিকেট। সার্টিফিকেটে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও বার্তা।

Mamata vs Modi | newsfront.co

উল্লেখ্য, এর আগে ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ছবি থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। অভিযোগ উঠেছিল, ভ্যাকসিন সার্টিফিকেটকে প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন তিনি।

এই প্রসঙ্গে স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ যেভাবে ভ্যাকসিনের ওপর জোর দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় করে ভ্যাকসিনের চাহিদা মেটানোর চেষ্টা করে চলেছে। তাই সার্টিফিকেটে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি তো থাকাই উচিত।

আরও পড়ুনঃ ‘সরকারের সমালোচনা মানে দেশদ্রোহ নয়’ সাংবাদিকের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

তবে কেন্দ্র ও রাজ্যের দু’টি সার্টিফিকেটের মধ্যে কিছু অমিলও রয়েছে। কেন্দ্রের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর বার্তা, ‘দাওয়াই ভি অর কড়াই ভি।’ রাজ্যের সার্টিফিকেটে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘সজাগ থাকুন, নিরাপদে থাকুন।’ কেন্দ্রের সার্টিফিকেটে টিকা গ্রহণকারী এবং স্বাস্থ্যকেন্দ্রের একটি নম্বর থাকে। রাজ্যের সার্টিফিকেটে সেরম কোনো নম্বরের উল্লেখ নেই। কেন্দ্রের শংসাপত্রে দ্বিতীয় ডোজ়ের তারিখের উল্লেখ করা থাকে রাজ্যের সার্টিফিকেটে সেই তারিখের উল্লেখ নেই। কেন্দ্রের সার্টিফিকেটের বাঁ দিকে আছে মোদীর ছবি। অপরদিকে রাজ্যের সার্টিফিকেটে মুখ্যমন্ত্রীর ছবি আছে ডান দিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here