মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে পড়ায় বিতর্ক আলিপুরদুয়ারে

0
55

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

flag | newsfront.co
ভেঙে পড়া তোরণ ৷ নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর সভা শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরণ নিয়ে নানান অভিযোগ উঠতে শুরু করে।

আলিপুরদুয়ার শহরের কালজানি ব্রিজের সামনে মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরণ বুধবার বেলা আড়াইটা নাগাদ ভেঙে পড়ে। চলন্ত একটি ট্রাকের ওপর ওই তোরণ ভেঙে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ নিউ জলপাইগুড়ি এলাকায় টি পার্কে শ্রমিক নিয়োগকে ঘিরে ব্যাপক উত্তেজনা,চলল গুলি

আলিপুরদুয়ার কালজানি ব্রিজের কাছে ব্যবসায়ী প্রিয়া পাল বলেন, “বুধবার আড়াইটার সময় আমাদের এলাকার তোরণটি ভেঙে পড়ে যায়। এই ঘটনায় কেউ জখম হননি। চলন্ত একটি ট্রাকের ওপর এই তোরণ ভেঙে পড়ে। কিছুক্ষণ এলাকায় যানজট তৈরি হয়। তারপর বিকেল থেকে রাত পর্যন্ত ভাঙা তোরণ রাস্তার পাশে গড়াগড়ি খায়। আমাদের ব্যবসা করতে অসুবিধা হয়েছে। বৃহস্পতিবার অবশ্য ভাঙা তোরণ সরানোর ব্যবস্থা করা হয়েছে।”

বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবশ্য তেমন কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here