তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বক্তব্যে পাওয়া গেল ‘রাজনীতির শিক্ষক’ মমতাকে

0
52

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আজ, ২৮ অগাস্ট ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রাজ্যের ছাত্র-যুবদের উদ্দেশ্যে ভারচুয়াল মাধ্যমে নিজের বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে একাধিকবার বিজেপির চূড়ান্ত সমালোচনা করেন তিনি। ছাত্রদের উদেশ্যে তিনি এদিন বলেন যে তৃতীয়বার ক্ষমতায় এসে দলের দায়িত্ব এবং চ্যালেঞ্জ দুই-ই বেড়েছে।

Mamata Banerjee
ছবি: সংগৃহীত

এদিন মমতা রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি সম্পর্কে ছাত্র-যুবদের অবহিত করেন তিনি। শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের নতুন চিন্তাভাবনার ফলে কিভাবে পড়ুয়ারা উপকৃত হচ্ছে সে বিষয়ে ছাত্রদের অবগত করেন তিনি। কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী এছাড়াও ছাত্রছাত্রীদের ট্যাব, স্মার্টফোন দেওয়া ইত্যাদি প্রকল্প যেগুলি সরকারের মানবিক মুখের পরিচায়ক সেই সমস্ত বিষয়ে ছাত্রদের বিশদে জানান দলনেত্রী। কোভিড তথ্য নিয়ে গুজরাটের সন্দেহজনক তথ্য নিয়েও এদিন প্রশ্ন ছুঁড়ে দেন মমতা। এছাড়াও বাংলায় শিল্পায়নের পরিকল্পনার তথ্য দিয়েও ছাত্রদের সমৃদ্ধ করেন তিনি, উদ্দেশ্য একটাই যাতে তাদের রাজনৈতিক শিক্ষা প্রসারিত হয়।

আরও পড়ুনঃ রাজ্যে ফের করোনা বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি, ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলছে কোচিং সেন্টার

বিজেপি তথা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে লড়াই করার রূপরেখাও ছাত্রদের জন্য তৈরি করে দেন মমতা। তিনি বলেন, বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজ্যের বিরুদ্ধে ব্যবহার করছে। রেল থেকে শুরু করে সমস্ত জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কেন্দ্র।

আরও পড়ুনঃ সস্ত্রীক অভিষেককে দিল্লিতে তলব ইডি-র, ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি তৃণমূলের

ছাত্রদের কাছে তাঁর আবেদন, “অভিষেকের সঙ্গে পারলে, রাজনৈতিক লড়াই লড়ো। একটা ইডি দেখালে, আমিও বস্তা ভরে তথ্য দেব। কিছু না হলে আমরাও আদালতে যাব।“ এছাড়াও পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি যেগুলি সাধারণ মানুষের দৈনন্দিন ইস্যু সব কিছুই উঠে এসেছে দলনেত্রীর এদিনের বক্তব্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here