মোদীকে ডিজাস্টার পি.এম. বলে খোঁচা মমতার

0
45

ওয়েবডেস্কঃ

ছবি সৌজন্যে-Livemint

“যেমন দেখাবেন তেমন দেখবেন ! ভবিষ্যতে ডিজাস্টার পিএম তৈরি হবে ! ” নাম না করে মোদিকে আক্রমণ মমতার।

শুক্রবার বারাসাতে অনুষ্ঠিত ২৩ তম যাত্রা অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চ থেকে ” দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ” বায়োপিক প্রসঙ্গে মমতা বলেন “ভোটের আগে এক্সিডেন্টাল পিএম নামে একটা সিনেমা তৈরি করেছে। এটা বিকৃত ! এটা অন্যায় ! ” এরপর নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন ” যেমন দেখাবেন , তেমন দেখবেন ! একটা ডিজাস্টার পিএম তৈরি হবে !”

গতকাল শুক্রবার ১১ ই জানুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের জীবনী কেন্দ্রিক বায়োপিক দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মুক্তি পেয়েছে । এর আগে ছবির ট্রেলার রিলিজ হতেই দেশজুড়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক । ছবির ট্রেইলারে দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর চরিত্রে রয়েছেন অনুপম খের । মূলত ইউপিএ জামানার রাজনৈতিক ইতিহাসকে কেন্দ্র করে এই ছবি তৈরি হয়েছে । ছবিতে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় হতে দেখা গেছে । এই ছবির প্রচারে বিভিন্ন জায়গায় বিজেপি নেতা মন্ত্রীদের একাধিকবার উদ্যোগ নিতে দেখা গেছে ।

কংগ্রেস নেতাদের সাথে অন্যান্য বিরোধীদের একাংশ এই ছবির বিরোধিতা করেছেন । তাদের দাবি ছবিতে বিকৃত ইতিহাসকে দেখানো হয়েছে । এর ফলে দেশের জনগণের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here