নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বৃদ্ধির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইনডোর স্টেডিয়াম এ ইউজিসির সংশোধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা করেন।
কিন্তু দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে তিনি জানান, বেতন বাড়িয়েও কাউকে ‘খুশি’ করতে পারলেন না তিনি।
মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী ২০২০, ১ জানুয়ারি থেকে ইউজিসির সংশোধিত হারে বেতন পাবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা৷
একইসঙ্গে কলেজের গেস্ট ও পার্টটাইম লেকচারারদের ৫ লক্ষ টাকা এককালীন ভাতা দেওয়ার ঘোষণা করেছেন৷ সঙ্গে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে শিক্ষকদের। এতে ১ হাজার কোটি টাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য খরচ করতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কি আপনারা খুশি হননি? আপনাদের দাবি তো রাজ্য সরকার সবকটাই মেনে নিল৷ দেখুন যতটা পারলাম আমরা করলাম৷ সবকিছু একসঙ্গে হয় না৷ সময় লাগে৷ আবার আমরা ২০২১ সালে আপনাদের সঙ্গে বসব৷ এখন যতটা পেরেছি করেছি৷’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584