বেতন বাড়িয়েও খুশি করতে পারলেন না মমতা

0
161

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বৃদ্ধির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইনডোর স্টেডিয়াম এ ইউজিসির সংশোধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা করেন।

Mamata Banerjee | newsfront.co
সংবাদ চিত্র

কিন্তু দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে তিনি জানান, বেতন বাড়িয়েও কাউকে ‘খুশি’ করতে পারলেন না তিনি।

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী ২০২০, ১ জানুয়ারি থেকে ইউজিসির সংশোধিত হারে বেতন পাবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা৷

একইসঙ্গে কলেজের গেস্ট ও পার্টটাইম লেকচারারদের ৫ লক্ষ টাকা এককালীন ভাতা দেওয়ার ঘোষণা করেছেন৷ সঙ্গে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে শিক্ষকদের। এতে ১ হাজার কোটি টাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য খরচ করতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কি আপনারা খুশি হননি? আপনাদের দাবি তো রাজ্য সরকার সবকটাই মেনে নিল৷ দেখুন যতটা পারলাম আমরা করলাম৷ সবকিছু একসঙ্গে হয় না৷ সময় লাগে৷ আবার আমরা ২০২১ সালে আপনাদের সঙ্গে বসব৷ এখন যতটা পেরেছি করেছি৷’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here