মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেলে সেই আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপরই নবান্নে পশ্চিনবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০ লক্ষ কোটির প্যাকেজ বিগ জিরো।
কাল যে কথা বলা হয়েছিল অর্থাৎ নরেন্দ্র মোদি যা বলেছিলেন, তাতে দেশবাসীর আশা জেগেছিল। ভেবেছিলাম হয়তো রাজ্যগুলো কিছু পাবে। কিছু নেই। অশ্ব ডিম্ব”। এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, “দেশের এই দুর্দিনেও মানুষকে ধোঁকা, ভাঁওতা দিয়েছে। কর্মসংস্থানের কথা নেই। কিছু দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ গ্রামীণ অর্থনীতি জাগরণের পাশাপাশি, মাস্ককে সঙ্গী করার বার্তা মমতার
শূণ্যের থালি নিয়ে কী কিছু হবে মানুষের। বিপদে পড়া মানুষকে কিছু দেওয়া হল না। কেন কৃষিঋণ মকুব করা হল না? করোনা মোকাবিলায় কিছুই দেওয়া হল না। কেন্দ্রের প্যাকেজ আইওয়াশ”। আর্থিক প্যকেজ ঘিরে এভাবেই মোদীকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584